চট্টগ্রামের রাউজানে একটি বসতঘর থেকে ২৪টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখপাড়া ৪ নম্বর রোডের আহমেদ খাঁ চৌধুরীর বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়। এ ঘটনার পর এলাকায় সাপ-আতঙ্ক বিরাজ করছে।
আহমেদ খাঁর ছেলে ফয়সাল চৌধুরী বলেন, ‘শনিবার সকালে আমাদের মাটির ঘরের শয়নকক্ষের দেয়ালের ছোট্ট একটি ইঁদুরের গর্তে একটি বিষধর সাপের ছানা দেখা যায়। এতে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে ছোটন পাল নামের এক সাপুড়েকে খবর দিয়ে আনা হয়। সাপুড়ে ছোটন গর্তটি খুঁড়ে একে একে ২৪টি বিষধর গোখরো সাপের বাচ্চা বের করে আনেন। এ সময় উৎসুক জনতার ভিড় জমে যায় বাড়িতে।’
সাপুড়ে ছোটন পাল প্রথম আলাকে বলেন, ওই বাড়ি থেকে ২৪টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করেছেন তিনি। সব কটি জীবিত। সাপের বাচ্চাগুলোকে বিলে অবমুক্ত করবেন তিনি।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকন উদ্দিন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বাড়ি থেকে ২৪টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করেছেন এক সাপুড়ে। সাপুড়ে এগুলো বিলে অবমুক্ত করবেন।