কলকাতার অধুনালুপ্ত দৈনিক পত্রিকা ‘যুগান্তর’। ১৯৭১ সালে এর বার্তা সম্পাদক ছিলেন দক্ষিণা রঞ্জন বসু। তাঁর আদি বাড়ি ছিল বাংলাদেশের বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে। তাঁর একান্ত আগ্রহে মুক্তিযুদ্ধ চলাকালে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল পত্রিকাটি। পূর্ব পাকিস্তান থেকে যাওয়া শরণার্থীদের মধ্যে ছিল পত্রিকাটির বিপুল জনপ্রিয়তা। মুক্তিযুদ্ধ চলাকালে হুমায়ুন আজাদ, বরুণ রায়, আবদুল গাফফার চৌধুরীর মতো লেখকেরা নিয়মিত লিখতেন এই পত্রিকায়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে জনমত তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল ‘যুগান্তর’। এ পত্রিকায় যুদ্ধের নয় মাস প্রায় প্রতিদিন মুক্তিযুদ্ধের ওপর চমৎকার কার্টুন ছাপা হতো। এই কার্টুনগুলো নিছক হাস্যরসের বিষয় ছিল না। ছিল বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি প্রকাশ্য অবস্থান। দীর্ঘ ৪৮ বছর পর এ কার্টুনগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃত। কার্টুনগুলো সংগ্রহ করেছেন শিক্ষক ও গল্পকার জয়দীপ দে। ‘যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত সেসব মহামূল্যবান কার্টুন থেকে উল্লেখযোগ্য কিছু কার্টুন ‘প্রথম আলো’য় প্রকাশ করা হলো।