সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ বেতকান্দি এলাকার অরক্ষিত সেই রেলক্রসিংয়ে একজন গেটম্যান নিয়োগ করা হয়েছে। ট্রেনের ধাক্কায় বিয়ের মাইক্রোবাসের বর-কনেসহ ১২ জন নিহত হওয়ার তিন দিন পর রেলওয়ে কর্তৃপক্ষ অস্থায়ীভাবে একজন গেটম্যান নিয়োগ করেছে।
আজ শুক্রবার অস্থায়ী গেটম্যানকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এই রেলক্রসিংয়ে আরও একজন গেটম্যান নিয়োগ করা হবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আরিফুল ইসলাম বলেন, বিপজ্জনক এই রেলক্রসিংয়ে সাময়িকভাবে একটি অস্থায়ী গেট তৈরি করে একজন গেটম্যান দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আরও একজন গেটম্যান নিযুক্ত করা হবে। একই সঙ্গে এখানে একটি স্থায়ী নিরাপত্তা গেট তৈরির প্রক্রিয়া চলছে।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, রেলক্রসিংয়ের দুই পাশে বাঁশের দুটি অস্থায়ী ব্যারিকেড দেওয়া হয়েছে এবং একজন গেটম্যান সেখানে দায়িত্ব পালন করছেন। আরও একজন গেটম্যান সেখানে নিযুক্ত করার কথা রয়েছে।
পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র জানায়, ওই রেলক্রসিংয়ের রেললাইনের দক্ষিণে দুই পাশে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে গাছপালা কেটে ফেলা হয়েছে। দু–এক দিনের মধ্যে ওই রেললাইনের আশপাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সকাল থেকে অস্থায়ী গেটম্যান বিপ্লব কুমার দাসকে (৩০) সলপ বেতকান্দি দুর্ঘটনাপ্রবণ রেলক্রসিংটিতে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
গত সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জগামী একটি বিয়ের মাইক্রোবাস সলপ বেতকান্দি অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে অন্তত আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে বর-কনেসহ মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হন। এ ঘটনার পর ওই অরক্ষিত রেলক্রসিংটিতে অস্থায়ী ভিত্তিতে বাঁশের একটি গেট তৈরি করে গেটম্যান নিযুক্ত করল রেল কর্তৃপক্ষ।