পোশাক শ্রমিকদের বিক্ষোভে রাজধানী ঢাকার উত্তরার রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন চলছে না।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কয়েকটি পোশাক কারখানার শত শত শ্রমিক আজ রোববার সকাল নয়টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। উত্তরার আজমপুর থেকে জসীমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নেয় পোশাকশ্রমিকেরা। তাঁরা বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে।
উত্তরা জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান সরদার প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে রাস্তায় অবস্থান নিয়েছে। তাদের সমস্যা সমাধানে মালিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে সমস্যার সমাধান হবে।