রাজধানীর উত্তরায় পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। দাবি পূরণের আশ্বাস পেয়ে বিক্ষোভরত পোশাকশ্রমিকেরা রাস্তা থেকে সরে গিয়েছেন।
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কয়েকটি পোশাক কারখানার শত শত শ্রমিক আজ রোববার সকাল নয়টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। উত্তরার আজমপুর থেকে জসীমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নেন তাঁরা। তাঁরা বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটার দিকে শ্রমিকেরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
উত্তরা জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান সরদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা পোশাক মালিকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তাঁদের আশ্বাস পেয়ে শ্রমিকেরা রাস্তা থেকে সরে গেছেন।’