ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে 'ইন্টার্নশিপ রঁদেভু'

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ‘ইন্টার্নশিপ রঁদেভু’ শিরোনামের কর্মশালার আয়োজন করা হয়েছিল। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ‘ইন্টার্নশিপ রঁদেভু’ শিরোনামের কর্মশালার আয়োজন করা হয়েছিল। ছবি: সংগৃহীত

সাধারণত ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে শঙ্কিত ও সন্দিহান থাকেন বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী। যাঁদের চাকরিক্ষেত্রেই ক্যারিয়ার গড়ার চিন্তা থাকে, তাঁদের ভয় যেন আরও বেশি। এ ভয় কাটানোর অন্যতম উপায় হলো ইন্টার্নশিপ।

চাকরির আগেই কর্মক্ষেত্রের অভিজ্ঞতার কিছুটা আঁচ পাওয়া যায় এতে। ইন্টার্নশিপ ও চাকরিতে প্রবেশের কঠিন পথ পাড়ি দিতে শিক্ষার্থীদের সহায়তা করতে চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি নিয়মিত আয়োজন করছে ‘ইন্টার্নশিপ রঁদেভু’ শিরোনামের কর্মশালা।

চলতি সেমিস্টারের কর্মশালাটি অনুষ্ঠিত হয় গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায়। এতে নিজেদের অভিজ্ঞতা ও ধ্যানধারণার আলোকে শিক্ষার্থীদের পরামর্শ দেন ইউনিলিভার বাংলাদেশের সিনিয়র টেরিটরি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন এবং ইডিইউর সাবেক শিক্ষার্থী, বর্তমানে মাইডাস সেফটির মানবসম্পদ বিভাগে কর্মরত আবু শাহাদাত মোহাম্মদ সায়েম।

প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে প্রবেশের জন্য শিক্ষার্থীরা কীভাবে নিজেকে প্রস্তুত করে তুলবে কর্মশালায়, এ–সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। সিভি ও কভার লেটার লেখা থেকে শুরু করে জব ইন্টারভিউর—নানা খুঁটিনাটি বিষয় এতে উঠে আসে।

বক্তারা বলেন, শিক্ষাজীবনেই নিজেকে গড়ে তুলতে হবে, প্রস্তুতি নিতে হবে ভবিষ্যৎ প্রতিযোগিতার। পড়াশোনায় ভালো ফল অর্জনের পাশাপাশি নানা সামাজিক-সাংগঠনিক কাজে নিজেকে সম্পৃক্ত করতে হবে।

ইন্টারভিউতে ঘাবড়ে না গিয়ে স্বতঃস্ফূর্ত থাকার পরামর্শ দেন আলোচকেরা। তাঁরা বলেন, চাকরিতে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইন্টারভিউ। ইন্টারভিউতে পজিটিভ থেকে চাকরিদাতাদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। চাকরির ধরন বুঝে নিজের প্রস্তুতি নিতে হবে।

ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘বিভিন্ন কর্মশালা-সেমিনার আয়োজনের পাশাপাশি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন উন্নত দেশে নিয়ে যাচ্ছি আমরা, যাতে সেখানকার বড় প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে, যা পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে নেতৃত্ব প্রদানে ইডিইউ গ্র্যাজুয়েটদের অধিকতর সক্ষম করে তুলবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইডিইউর প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের কর্মকর্তারা। বিঞ্জপ্তি