ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ব্যবহার করা বিলাসবহুল ব্যক্তিগত গাড়িটি (রেঞ্জ রোভার) নিলামে কিনে নিয়েছেন প্রকৌশলী হাবিবুর রহমান। তিনি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনে নেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে ইভ্যালির কার্যালয়ের পাশের ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রির জন্য খোলা নিলামের আয়োজন করা হয়।
নিলামে মোট সাতটি চালু গাড়ি তোলা হয়েছে। সাতটি গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়ি রেঞ্জ রোভারটি।
গাড়িটির নম্বর: ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮। রেজি. সন জুন ২০২০। রেঞ্জ রোভার। ব্র্যান্ড-ল্যান্ড রোভার। তৈরি সন ২০২০। গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৬০ লাখ টাকা। ন্যূনতম নিলাম মূল্যের প্রায় ২০ লাখ বেশি দামে গাড়িটি বিক্রি হলো।
নিলামে দেখা যায়, প্রথম নিলামে তোলা হয় ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮ (রেঞ্জ রোভার) গাড়িটি। প্রতি ডাকে প্রথমে ঊর্ধ্ব মূল্য ধরা হয় ২০ হাজার টাকা। পরে তা কর হয় ১ লাখ টাকা। উন্মুক্ত ডাকে গাড়িটির সর্বোচ্চ দরদাতা হন প্রকৌশলী হাবিবুর রহমান (আইডি-০৩৮)। তিনি গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা ডাকে কিনে নেন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হন ৪৯ নম্বর আইডির শেখ শফিউল আলম। তিনি গাড়িটির জন্য ১ কোটি ৮১ লাখ টাকা দর হেঁকেছিলেন।
অপর ৬ গাড়ির ধরন ও বিবরণ
*ঢাকা মেট্রো-গ-৪৫-৪১২৭। রেজি. সন জানুয়ারি ২০২১। টয়োটা প্রিউস। ব্র্যান্ড-টয়োটা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ১৩ লাখ ৫০ হাজার।
*ঢাকা মেট্রো-ঘ-১৮-৭৫১২। রেজি. সন জুলাই ২০২০। টয়োটা চিএইচআর হাইব্রিড। ব্র্যান্ড টয়োটা। তৈরি সন ২০১৭। ন্যূনতম নিলাম মূল্য ১৮ লাখ টাকা।
*ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২০। রেজি. সন জানুয়ারি ২০২১। টয়োটা এক্সিও। ব্র্যান্ড টয়োটা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।
*ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২১। রেজি. সন জানুয়ারি ২০২১। হোন্ডা ভেসেল। ব্র্যান্ড হোন্ডা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।
*ঢাকা মেট্রো-ঘ-১৮-৯৬১৫। রেজি. সন জানুয়ারি ২০২১। হোন্ডা ভেসেল। ব্র্যান্ড হোন্ডা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ১৬ লাখ টাকা।
*ঢাকা মেট্রো-চ-৫৬-৪৮২২। রেজি. সন জুন ২০২০। মাইক্রোবাস। ব্যান্ড টয়োটা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ১২ লাখ টাকা।