ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত ২১ এপ্রিল একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, বিভিন্ন প্রকাশনা ও অন্যান্য একাডেমিক উপকরণ এবং ছাত্র-শিক্ষক বিনিময় করতে পারবে।
ইউল্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী ব্যানার্জি সমঝোতা চুক্তিতে সই করেন।