চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারতে ফাঁদ পেতে আবদুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধ নিজেই সেই ফাঁদে মৃত্যুবরণ করেন। আজ সোমবার সকালে উপজেলার ৭ নম্বর বড়কুল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানা–পুলিশ সূত্রে জানা যায়, কৃষক আবদুর রশিদ আজ সোমবার সকালে ইঁদুর মারতে বিদ্যুতের তার দিয়ে ধানখেতে বেড়ার ফাঁদ তৈরি করেন। একপর্যায়ে অসাবধানতায় ওই বিদ্যুতের তার পায়ে পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ ও ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার ওসি মো. আলমগীর হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা লাশটি প্রশাসনের অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করেছি।’