পথসভায় কেরামত আলী

আ.লীগ ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু হবে

কেরামত আলী
কেরামত আলী

রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, ‘আমরা উন্নয়নে বিশ্বাস করি। দেশের মানুষকে মিথ্যা আশ্বাস দিই না। এবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু হবে। বেকারদের কর্মসংস্থান তৈরি করা হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’ রাজবাড়ী শহরের কাপড়বাজার এলাকায় গতকাল মঙ্গলবার পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির প্রার্থী ২০০১ সালে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। তারা ব্যাপক উন্নয়নের আশ্বাস দিয়েছিল। কিন্তু একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি। এখন বিভিন্ন মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। বিভিন্ন স্থানে নাশকতা ও জ্বালাও–পোড়াওয়ের ঘটনা ঘটাচ্ছে। তারা শান্তিতে বিশ্বাস করে না। মানুষের ভাগ্য উন্নয়নে তারা কাজ করে না। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রতিহত করতে হবে।

কাজী কেরামত আলী আরও বলেন, ‘আমরা উন্নয়নে বিশ্বাস করি। আমরা যেসব প্রতিশ্রুতি দিই, তা রক্ষা করি। নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষা করেছি। বর্তমানে প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে। এ ছাড়া আরও অনেক বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজবাড়ীতে শহরের রাস্তা চার লেনে উন্নীত করার কাজ চলছে। নদীভাঙন থেকে পদ্মাপারের মানুষকে রক্ষার জন্য বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে।’

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আবদুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা বারের সাবেক সভাপতি গণেশ নারায়ণ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।