আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে (আইওআই) এ বছর বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জয় করেছে। এ দলের সদস্যরা হলেন তাসমীম রেজা, রেজোয়ান আরেফিন ও আরমান ফেরদৌস। এবারের আয়োজক ছিল সিঙ্গাপুর। তবে কোভিড–১৯-এর কারণে প্রতিযোগীরা নিজ নিজ দেশে থেকে এই প্রতিযোগিতায় অংশ নেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ও ১৯ সেপ্টেম্বর মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮৭টি দেশ থেকে মোট ৩৪৩ প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশের প্রতিযোগীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনফরমেশন অ্যাক্সেস সেন্টারে প্রতিযোগিতায় বসেন। বাংলাদেশে এই আয়োজনের তত্ত্বাবধান করেন বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড কমিটির সদস্য মো. কায়কোবাদ ও সোহেল রহমান। পাশাপাশি মূল প্রতিযোগিতা সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক কমিটি পর্যবেক্ষণ করে। বাংলাদেশে এই অলিম্পিয়াড আয়োজনে পৃষ্ঠপোষকতা করে আসছে ডাচ্-বাংলা ব্যাংক।
স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক এই অলিম্পিয়াড ১৯৮৯ সালে বুলগেরিয়ায় শুরু হয়েছিল। ২০০৬ সালে বাংলাদেশের প্রথম দল মেক্সিকোতে আইওআইতে অংশ নেয়। ২০০৯ সালে সিটি কলেজের ছাত্র মোহাম্মদ আবীরুল ইসলাম রৌপ্য পদক অর্জন করেন, যা বাংলাদেশের সব অলিম্পিয়াডের প্রথম কোনো পদক। এ পর্যন্ত আইওআইয়ের আসর থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা ২টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ২০১২ সালে বাংলাদেশের ছাত্রী বৃষ্টি সিকদার ইতালিতে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিবেচিত হয়েছিলেন।