চট্টগ্রামের আনোয়ারায় কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) বাসচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। ওই সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তিনটি বাস পুড়িয়ে দেন। আজ শনিবার সকাল সাতটার দিকে কারখানার ফটকে এ ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকাল সাতটায় কেইপিজেডের একটি কারখানার সামনে শ্রমিক বহনকারী একটি বাস সেখানে হেঁটে চলাচলকারী শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল লতিফ (৪৮) নামের একজন নিহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও দুজন। তাঁরা হলেন রাজিয়া সুলতানা ও মো. ইকবাল। ওই সময় অন্তত ৩০ জন আহত হন।
ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকেরা তিনটি বাসে আগুন লাগান। ওই সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানা ছুটি দেয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ওসি আলমগীর মাহমুদ বলেন, ঘটনাস্থলেই একজনসহ তিনজন মারা গেছেন। আহত অন্তত ৩০ জন। ঘটনার পর তিনটি বাস পুড়িয়ে দিয়েছেন শ্রমিকেরা।