আজ মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

প্রতিমা তৈরিতে প্রাধান্য পেয়েছে টেরাকোটার কাজ ও শাড়ির ভিন্ন ধরন। বুধবার পাবনার গোপালপুরের লাহিড়ীপাড়ায়। ছবি: হাসান মাহমুদ
প্রতিমা তৈরিতে প্রাধান্য পেয়েছে টেরাকোটার কাজ ও শাড়ির ভিন্ন ধরন। বুধবার পাবনার গোপালপুরের লাহিড়ীপাড়ায়।  ছবি: হাসান মাহমুদ

আজ শনিবার শারদীয় দুর্গোৎসবের মহালয়া। আজ থেকে দেবীপক্ষের শুরু। শুরু হবে দুর্গাপূজার ক্ষণগণনাও।

অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্ত্যে আসবেন দেবী দুর্গা। আজ ভোরে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন জানানো হবে।

প্রতিমার চোখে রংতুলির আঁচড়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিলেটের দাড়িয়াপাড়ায়। আনিস মাহমুদ

পুরাণে আছে, অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। চারদিকে অশুভের প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হলেন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজোরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা। সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে (ঘোড়ায়), গমনও হবে ঘোটকে।

নিপুণ হাতে প্রতিমা গড়ছেন শিল্পী। বগুড়া শহরের চেলোপাড়ায়। সোয়েল রানা

মহালয়া উপলক্ষে আজ রাজধানীসহ সারা দেশে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি নানা কর্মসূচি পালন করবে। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে আজ ভোর সাড়ে পাঁচটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপে চণ্ডীপাঠ, আগমনী সংগীত অনুষ্ঠানের মাধ্যমে মহালয়ায় সূচনা হবে। এ ছাড়া মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস মহালয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়।

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়ার অনুষ্ঠান। দেবী দূর্গার আগমনী বার্তা নিয়ে সংগীত ও নৃত্য পরিবেশন করে শিল্পী ও ভক্তরা। ছবি: দীপু মালাকার
গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়ার অনুষ্ঠান উপলক্ষে আলোকসজ্জা। ছবি: দীপু মালাকার