রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনে শ্যামলপল্লি নতুন বাজার এরাকায় একটি টিনশেড বাসায় আগুন লেগে স্বামী–স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। দগ্ধ তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
দগ্ধ তিনজন হলেন মোহাম্মদ হান্নান (৩৫), আছিয়া বেগম (২৮) ও আছিয়ার ভাই উজ্জ্বল (৩০)। হান্নান ও আছিয়া একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। উজ্জ্বল অটোরিকশা চালান। তাঁদের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।
দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেলে নিয়ে আসেন প্রতিবেশী শামসুল। তিনি জানান, রাত তিনটার দিকে আগুন দেখে এলাকাবাসী এগিয়ে আসেন। সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন। সকাল ছয়টায় তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকেরা জানান, হান্নানের শরীরের ২৭ শতাংশ, আছিয়ার ৪ শতাংশ ও উজ্জ্বলের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।