২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে আগামী বছর মোট ছুটি হচ্ছে ২২ দিন। এই ২২ দিনের মধ্যে ৮ দিনই সাপ্তাহিক ছুটি থাকবে।
আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, আগামী বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি হবে ৮ দিন। এর বাইরে বিভিন্ন ধর্মের চাকরিজীবীদের জন্য আলাদাভাবে ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে মুসলমানদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৫ দিন এবং খ্রিষ্টানদের জন্য ৮ দিন ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। এর বাইরে শুধু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আরও ২ দিন ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৯’—এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।