আগস্টে কালো ব্যাজ ধারণ করবেন বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা

হাইকোর্ট।
ফাইল ছবি

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারক, সহায়ক কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ পরিধান করবেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শনিবার বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে জাতীয় শোক দিবস পালিত হবে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ পরিধান করবেন।

এর আগে ২৯ জুলাইয়ের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারক এবং সহায়ক কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ পরিধান করবেন।