আইভীকে লিংক রোড দিয়ে যেতে দেওয়া হবে না!

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভের গোল চত্বরে গতকাল শুক্রবার সমাবেশ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ জেলা কমান্ড। সমাবেশে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর উদ্দেশে বলেন, ‘আপনি আমাদের প্রাণপ্রিয় নেতা শামীম ওসমানকে খুনি বলছেন। আমরা আপনার গাড়ি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে যেতে দেব না।’জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুল হুদা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপীনাথ দাস, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে উদ্দেশ্যমূলকভাবে শামীম ওসমানকে জড়ানো হচ্ছে। এর মাধ্যমে স্বাধীনতার পক্ষের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে, যা স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের অংশ।তানভীর হত্যাকাণ্ডের বিচার দাবি: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বিকেলে ‘শহীদ তাজুল ইসলাম’ স্মরণে সমাবেশ করে জেলা শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। সমাবেশে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা।এইচ এম এরশাদের শাসনামলে আদমজী জুট মিলের শ্রমিক নেতা তাজুল ইসলাম সন্ত্রাসীদের হাতে খুন হন।গতকালের সমাবেশ বক্তারা বলেন, তাজুল ইসলাম বুকের রক্ত দিয়ে শ্রমিক শ্রেণীর সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। তাজুলের রক্তের বিনিময়েই শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের পাঁচ দফা দাবি সফল হয়েছিল। এখনো শ্রমিক শ্রেণী নানা বঞ্চনার শিকার। বক্তারা আরও বলেন, ‘মেধাবী ছাত্র ত্বকীকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। আমরা ত্বকী হত্যাকারীদের বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করে যাচ্ছি। এ কারণে আমাদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না।’ শ্রমিক নেতা বিমল কান্তি দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য শফিউদ্দিন আহম্মেদ, গণতান্ত্রিক বাম মোর্চার জেলা সমন্বয়ক আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলার আহ্বায়ক অঞ্জন দাস প্রমুখ।পারভেজকে গ্রেপ্তারের দাবি: বৃহস্পতিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সময় টেলিভিশন ও দৈনিক সকালের খবর-এর নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ উদ্দিনকে জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজের হুমকি দেওয়ার ঘটনায় গতকাল যৌথ বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘জহিরুল আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত। ত্বকী হত্যাকাণ্ডের জন্য তার বাবা রফিউর রাব্বি যাদের অভিযুক্ত করেছেন, সে তালিকায় তাঁর নাম তিন নম্বরে রয়েছে। পুলিশ পারভেজকে গ্রেপ্তার করছে না। উল্টো তিনি শহীদ মিনারে সমাবেশ করে সাংবাদিকসহ বিভিন্নজনকে হুমকি দিচ্ছেন। আমরা তাঁকে গ্রেপ্তারের দাবি জানাই।’