ভূমি অধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের (আইএলসি) আজীবন স্বীকৃতি পেলেন বাংলাদেশের বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা। ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বান্দুং শহরের ঐতিহাসিক জেনডুং মারদেকা জাদুঘর মিলনায়তনে আইএলসি আয়োজিত গ্লোবাল ল্যান্ড ফোরাম ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানেই এএলআরডির শামসুল হুদাসহ এশিয়ার চারজন বিশিষ্ট ব্যক্তিকে আইএলসি এশিয়া লাইফটামইম রিকগনিশন অন ল্যান্ড রাইটস পুরস্কারে ভূষিত করা হয়।
৩৩ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষের ভূমি অধিকারের পক্ষে অসামান্য অঙ্গীকারপূর্ণ দৃঢ়তা ও অবদান রাখার জন্য শামসুল হুদাকে এই স্বীকৃতি দেওয়া হয়।
এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার পক্ষে উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনির হাতে এই সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন ইন্দোনেশিয়ায় অবস্থিত আইএলসি এশিয়া আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ক সারুলিন সাইগন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইএলসির পরিচালক মাইক টেলর। বিশ্বের ৮৪টি দেশ থেকে পাঁচ শতাধিক প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নেন।
বিশ্বব্যাপী দুই শর বেশি নাগরিক সমাজ সংগঠন এবং আন্তসরকারি সংস্থার নেটওয়ার্ক সংগঠন আইএলসি প্রান্তিক মানুষের ভূমি অধিকার সুরক্ষায় কাজ করছে। নেটওয়ার্ক হিসেবে আইএলসি সমষ্টিগতভাবে মনে করে একটি দেশে ভূমিকেন্দ্রিক সুশাসন ব্যবস্থায় নারী, পুরুষ ও গোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষের ভূমি অধিকার সুরক্ষায় জনগণের চাহিদার প্রতিফলন থাকা প্রয়োজন।
বাংলাদেশের শামসুল হুদা ছাড়া চারজন ভূমি অধিকার কর্মী এই স্বীকৃতি পেয়েছেন। তাঁরা হলেন ভারতের পিভি রাজগোপাল, ফিলিপাইনের এন্থিনিও বি কুইজন এবং ইন্দোনেশিয়ার গুনাওয়ান ওয়াদি। বিজ্ঞপ্তি