দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে ঢাকা-কক্সবাজার-ঢাকা আকাশপথে আপাতত উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, সীমিত পরিসরে বুধবার দেশের আকাশপথে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানান, প্রজ্ঞাপন জারির কাজ চলছে। প্রজ্ঞাপনে কোন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট কীভাবে চলাচল করবে, এসব নির্দেশনা থাকবে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ এপ্রিল থেকে তারা ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, বরিশাল ও যশোর আকাশপথে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
অভ্যন্তরীণ পথে বিমানের টিকিট–সংক্রান্ত তথ্য জানতে ও কিনতে বিমান সেলস অফিস, বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) এবং বিমানের কল সেন্টার (০১৯৯০-৯৯৭৯৯৭) বা নিকটস্থ ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।