বিদেশে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া বাংলাদেশিদের হয়রানি কমাতে ও খরচ কমিয়ে আনতে একটি অনলাইন জব পোর্টাল চালু করেছে বাংলাদেশ। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় ওয়েবসাইট বিডিজবস ডট কমের সহায়তায় এই ওয়েবসাইট চালু করা হয়েছে। গত রোববার আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।
থমসন রয়টার্স ফাউন্ডেশন জানিয়েছে, এই পোর্টালের সহায়তায় অভিবাসী চাকরিপ্রার্থীরা সরকারিভাবে নিবন্ধিত নিয়োগ সংস্থাগুলোর মাধ্যমে কোনো প্রকার মধ্যস্থতাকারী ছাড়াই বিদেশে যেতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর ধরে এই তথাকথিত মধ্যস্থতাকারীদের কারণে হয়রানির শিকার হয়ে আসছিলেন অভিবাসী শ্রমিকেরা।
আইওএমের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা ডিম্যাঞ্চ শ্যারন বলেছেন, এই পোর্টালের সাহায্যে অভিবাসীরা নিবন্ধন করতে পারবেন এবং নিজেদের দক্ষতার সঙ্গে মানানসই কাজ খুঁজে নিতে পারবেন। এতে তাঁরা তাঁদের জন্য সম্ভাব্য সেরা কাজটিই খুঁজে পাবেন। এই ওয়েবসাইটকে তাই উভয় পক্ষের জন্য লাভজনক বলেও মন্তব্য করেছেন তিনি।
অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনের নেতাদের ভাষ্যমতে, বর্তমানে প্রায় ৭৫ লাখ বাংলাদেশি অভিবাসী শ্রমিক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। প্রতিবছর আরও অনেক বাংলাদেশি অভিবাসী শ্রমিক কাজের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেছেন, মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য খর্ব হওয়ায় এখন থেকে বিদেশে যেতে শ্রমিকদের খরচ কমে আসবে অনেকটাই।
২০১৭ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিদেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রায় ১০ লাখ নিরাপদ কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এর মধ্যে বড় একটি অংশ মধ্যপ্রাচ্যে নির্মাণশ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত আছেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, দালালদের দৌরাত্ম্য ও শ্রমিকদের হয়রানি কমাতে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।