অবৈধভাবে গাড়ি বিক্রি তদন্তে ইউএনডিপি কর্মকর্তাকে তলব

রাজধানীর উত্তরা থেকে শুল্কমুক্ত সুবিধায় কেনা বিলাসবহুল গাড়ি অবৈধভাবে বিক্রি করার অভিযোগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তা স্টিফেন প্রিসনারকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে তলব করা হয়েছে। এ ব্যাপারে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। চিঠির অনুলিপি প্রিসনারকে পৌঁছে দেওয়ার জন্য ইউএনডিপির ঢাকা মিশনকে বলা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ।
গত ২৯ নভেম্বর উত্তরার একটি বাড়ি থেকে শুল্কমুক্ত সুবিধায় কেনা বিলাসবহুল একটি গাড়ি আটক করা হয়। গাড়িটি ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা স্টিফেন প্রিসনার ব্যবহার করতেন। শুল্কমুক্ত সুবিধায় তিনি ঢাকায় গাড়িটি এনেছিলেন। অনুমতি ও শুল্ক পরিশোধ ছাড়াই প্রায় এক কোটি টাকা মূল্যের গাড়িটি অপর এক ব্যক্তির কাছে হস্তান্তর করে ঢাকা ছেড়েছেন তিনি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, গাড়িটি বিশেষ সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা। কিন্তু এসব গাড়ি বিক্রি না করার শর্ত থাকলেও তা মানা হয়নি। তিনি অবৈধভাবে গাড়ি হস্তান্তর করে ঢাকা ছেড়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে টুইটারে বার্তা পাঠানো হলে কোনো জবাব দেননি প্রিসনার।