লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক হোসনে আরা শাহেদ গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘ ৪০ বছর রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন হোসনে আরা। ১৯৪৩ সালে লক্ষ্মীপুরে জন্ম নেওয়া এই লেখকের দখল ছিল প্রবন্ধ, রম্যকথা ও গল্পে। চরিত্রচিত্রণ, রূপান্তর, সম্পাদনা, শিশুতোষ, পাঠ্যপুস্তক—সব মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৮৬। বাংলা একাডেমি থেকে ১৯৮৫ সালে ‘শাড়ি’ নামে তাঁর বই প্রকাশিত হয়। শাড়ি নিয়ে গবেষণা গ্রন্থের মধ্যে এটি অন্যতম।
বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, বিজ্ঞান সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ ইতিহাস পরিষদ, একুশে চেতনা পরিষদসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আজীবন সদস্য হোসনে আরা শাহেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন তিনি। গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যও ছিলেন তিনি।