মেহেরপুরের গাংনী উপজেলায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নাজমা খাতুন (২৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া-কাজীপুর সড়কের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা খাতুন গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দয়েরপাড়ার আসমত আলীর মেয়ে। তিনি সরকারি সড়ক সংস্কার কাজে নারী শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে নারী শ্রমিকদের সভায় যোগ দিতে ব্যাটারিচালিত ভ্যানে উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন নাজমা। সাহেবনগর গ্রামে পৌঁছানোর পর ভ্যানের চাকার সঙ্গে তাঁর গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বামন্দী এলাকার একটি ক্লিনিকে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।