প্রথম আলোর প্রীতি সম্মিলনী শুরু

আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছিলেন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকেই। হেমন্তের সন্ধ্যায় পরিচিতজনদের সঙ্গে কুশলবিনিময় ও আলাপচারিতায় মেতে ওঠেন তাঁরা। অতিথিদের মধ্যে আছেন মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, বিদেশি কূটনীতিক, পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে নারীনেত্রী, চিকিৎসক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার আয়োজিত প্রীতি সম্মিলনীর মূল অনুষ্ঠান শুরু হয়েছে রাত আটটায়। যন্ত্রসংগীতের মনোরম সুরের মধ্য দিয়ে এ পর্ব শুরু হয়।

‘সত্যে তথ্যে ২৪’ আহ্বান নিয়ে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে।

অতিথিদের নিজেদের মধ্যে কুশলবিনিময় ও আলাপচারিতার জন্য মূল অনুষ্ঠান শুরুর আগে অনেকটা সময় রাখা হয়েছিল। অতিথিরা অনুষ্ঠানস্থলে এলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা আনন্দে সময় কাটান অতিথিরা।

শিল্পীদের বাঁশির সুরের মূর্ছনায় শুরু হয় অনুষ্ঠান। সুরসংগীতটি কম্পোজ করেছেন শিল্পী ইমন চৌধুরী। পরিবেশন করেন আনন্দ, সজল ও সাইদুজ্জামান সুমন।