প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকদের পদচারণে মুখর ছিল রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ। পাঠকদের জন্য দিনব্যাপী বর্ণিল এই উৎসব সকাল আটটায় শুরু হয়ে শেষ হয় বিকেল পাঁচটায়। উৎসবে ছিল প্রথম আলোর সারা দেশের আলোকচিত্রীদের তোলা চিত্রের প্রদর্শনীও। এ ছাড়া ছিল প্রথম আলোর সমন্বিত বার্তাকক্ষ, ফিচার বিভাগের নকশা, স্বপ্ন নিয়ে, ছুটির দিনে, হাল ফ্যাশন, চরকি, প্রথম আলো ট্রাস্ট, গোল্লাছুট, চলতি ঘটনা, চাকরি-বাকরি, বন্ধুসভা, বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, প্রথমা প্রকাশনের স্টল।
পাঠক উৎসবের মঞ্চে গান পরিবেশন করেন সংগীতশিল্পী অণিমা রায় উৎসবের উদ্বোধনী পর্বে মঞ্চে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা দেশের ছয় তরুণ উৎসবে দেশসেরা নারী আর্চার দিয়া সিদ্দিকী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী খুদে শিল্পীরা গান গাইছেন শিল্পী মাশা ইসলাম উদ্বোধনী পর্বে গান পরিবেশন করেন শিল্পী সুমি উৎসবের মঞ্চে গাইছেন সংগীতশিল্পী লায়লা পাঠকের মুখোমুখি প্রথম আলোর লেখকেরা লেখকদের প্রশ্ন করার জন্য পাঠকদের বই উপহার দেওয়া হয় প্রথম আলোর চাকরি-বাকরি স্টল ঘুরে দেখছেন প্রাণ-আরএফএলের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল ছুটির দিনে ও স্বপ্ন নিয়ে স্টলে পাঠকের ভিড় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছোটদের আঁকা ছবি বাছাই করছেন বিচারকেরা উৎসবে এসে খেলায় মেতেছে শিশুরা চরকির স্টলে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ছবি তুলছেন নায়ক রাজ নকশার স্টলে নেইল পলিশ লাগাচ্ছে শিশুরা বিজ্ঞানচিন্তা স্টলে খুদে বিজ্ঞানীদের জটলা নেচে-গেয়ে উৎসবের মঞ্চ মাতিয়েছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরাবন্ধুসভার সদস্যদের সঙ্গে ছবি তুলছেন উপস্থাপক মৌসুমি মৌ ছুটির দিনের কুইজ প্রতিযোগিতার পুরস্কার হাতে বিজয়ীরা খাবার ও পুষ্টি বিষয়ে পাঠকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞরা বিভিন্ন স্টলের সামনে নেচে-গেয়ে পাঠকদের আনন্দ উদ্যাপন নকশার স্টলে পাঠকদের রান্না বিষয়ক প্রশ্নের উত্তর দেন রন্ধনশিল্পীরা