যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। গত ৫০ বছরে রূপ পেয়েছে আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো, পাশাপাশি ভৌত অবকাঠামো দৃশ্যমান হয়েছে ক্রমেই। গোড়ার দিকে বিদেশি সহযোগিতানির্ভর হলেও পরবর্তী সময়ে বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ দিয়েছে স্বয়ংসম্পূর্ণতার পরিচয়। আলোর মুখ দেখা এসব অবকাঠামো দেশকে এগিয়ে নিচ্ছে প্রতিনিয়ত, বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা। দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখা তেমনই সাতটি অবকাঠামোর একঝলক রইল এখানে।