প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নামে চালু করা বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর পাঁচ তারকা র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত প্রীতিসম্মিলনীতে সোহরাব হাসানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। নানা শ্রেণি–পেশার বিশিষ্টজনদের নিয়ে চলছে এই অনুষ্ঠান। সেখানেই এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়। সোহরাব হাসানের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান।
ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নামে গত বছর এই পুরস্কার প্রবর্তন করা হয়। এবার নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার দেওয়া হলো।
সোহরাব হাসান প্রথম আলোতে আছেন ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে। তবে তিনি সাংবাদিকতায় আছেন চার দশকের বেশি সময় ধরে। প্রথম আলোর আগে তিনি কাজ করেছেন গণকণ্ঠ, দৈনিক বাংলার বাণী, দৈনিক আজাদ, ভোরের কাগজ, দৈনিক সংবাদ ও যুগান্তরে। বর্তমানে তিনি প্রথম আলোয় যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বনামধন্য কলাম লেখক সোহরাব হাসান একজন কবি ও প্রাবন্ধিক। তাঁর অনেক কবিতা ও গল্পের বই আছে। সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তাঁর তীক্ষ্ণ ও যুক্তিবাদী কলাম প্রথম আলোয় নিয়মিত প্রকাশিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দসন্ধ্যায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। রাত আটটায় যন্ত্রসংগীতের সুরমূর্ছনায় এই প্রীতিসম্মিলনী শুরু হয়।