প্রথম আলোর ২০২২ সালের সেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সমন্বিত বার্তাকক্ষে আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সাংবাদিকেরা তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রোববার আয়োজিত কর্মী উৎসবে বছরের সেরা কর্মীদের পুরস্কৃত করা হয়। সেদিন প্রতিবেদনের কাজে ঢাকার বাইরে থাকায় সরাসরি পুরস্কার গ্রহণ করতে পারেননি সেলিম জাহিদ। তিনি সেদিন বিএনপির গণসমাবেশের খবর সংগ্রহের জন্য বরিশালে ছিলেন। আজ তাঁর হাতে পুরস্কারের ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।
এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমিন উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের কর্মীরাও উপস্থিত ছিলেন।
এবার প্রথম আলোর বিভিন্ন বিভাগের ২০ জন কর্মীকে পুরস্কার দেওয়া হয়।