নজরুলের-জন্মশতবর্ষে আমার অনুভূতি

যাত্রীরা রাত্রিতে হতে এল খেয়াপার

বজ্রের তুর্যে সে ধ্বনি শুনে আরবার। 

ওমল, আলী, ওসমান আছে মাঝি-মাল্লা

কাণ্ডারী এ তরীর দয়াময় আল্লাহ।

বিশ্বাসে–আশ্বাসে মন্দ্রিত সেই স্বর

আজিও সাহস দেয় নাই ওরে নাই ডর

ঈমান, সাহস, আর শক্তির প্রত্যয়

সঞ্চারি’ দিয়ে তুমি হয়েছ মৃত্যুঞ্জয়। 

যুগ যুগ করি শত বর্ষ হলো পার 

শুনি যে মন্দ্রস্বর ধ্বনিছে তোমার 

সংকটে সংগ্রামে আজও জেগে ওঠে জাতি। 

অনির্বাণ প্রাণ-বহ্নিশিখা দীপ্ত ভাতি,

দুর্গম গিরি, কান্তার মরু দুস্তর পারাবার 

লঙ্ঘিছে সেই আলোকেই পথযাত্রীরা বার বার। 

২৫ মে ১৯৯৯