কৃষি খাতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। ধান, গম ও ভুট্টা চাষে বিশ্বের গড় উৎপাদনকে পেছনে ফেলে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। তারুণ্যের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে কৃষি এবং বাংলাদেশের কৃষির নেতৃত্বে তরুণেরাও এগিয়ে আসছেন। স্বাধীনতার পর যাঁদের হাত ধরে খাদ্য উৎপাদন বেড়েছে চার গুণ, মাছ উৎপাদন সাত গুণ, যাঁদের সন্ধানী চোখ খুঁজে ফেরে নতুন জাতের ফসল ও নতুন উপায়ে মাছ চাষের পদ্ধতি, সেই কৃষক, উদ্যোক্তা ও কৃষিবিজ্ঞানীদের সম্মাননা দিতে আবারও শুরু হচ্ছে ‘সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪’।
‘সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪’ আয়োজনের যেকোনো ধরনের তথ্য জানতে যোগাযোগের ঠিকানা: সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪, প্রথম আলো ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ । ফোন: ৫৫০১৩৪৩০–৩৩ (এক্সটেনশন নম্বর–৫)। মুঠোফোন: ০১৪০৪–৪৪০০৫০ (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত)।