কার্টুনে করোনা সচেতনতা
মুঠোফোনে দ্বিতীয় দফায় কথা হলো সৈয়দ রাশাদ ইমামের সঙ্গে। শুরুতেই বললেন, ‘সবার তো সম্মুখসারির যোদ্ধা হওয়ার প্রয়োজন নেই। আমরা কার্টুনিস্টরা কার্টুন এঁকে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি। মানুষের মনে বার্তা পৌঁছে দিতে পারি।’ সে কাজটাই তিনি করেছেন, কিংবা করে যাচ্ছেন।
করোনাকালকে কেন্দ্রে রেখে ‘করোনার বিরুদ্ধে লড়াই’ শিরোনামে কার্টুন আঁকার প্রতিযোগিতার আয়োজন করে কার্টুন আঁকিয়েদের সংগঠন ‘কার্টুন পিপল’। বেশ সাড়াও মেলে। সৈয়দ রাশাদ ইমাম সে সংগঠনের প্রতিষ্ঠাতা। বললাম, প্রতিযোগিতা সম্পর্কে তো জানলাম। আয়োজকদের সম্পর্কে বলুন। আপনাদের কার্টুন পিপল সম্পর্কে বলুন।
চেনাশোনা বলয়ে সৈয়দ রাশাদ ইমাম তন্ময় নামেই বেশি পরিচিত। তাঁর আঁকা কার্টুনগুলোতেও ‘তন্ময় কার্টুনস’ শব্দ দুটি পাওয়া যাবে। বললেন, ‘কার্টুন আঁকা যে পূর্ণকালীন পেশা হতে পারে, তা আমাদের দেশে খুব একটা প্রচলিত না। আমার কার্টুনিস্ট হওয়ার গল্প আগে একবার অ্যানিমেশন ভিডিও হিসেবে প্রকাশ করা হয়। তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে যোগাযোগ করেন। কার্টুনিস্ট হওয়ার দিকনির্দেশনা চান, কলাকৌশল জানতে চান। তখন বুঝলাম কোথাও একটা ফাঁক রয়ে গেছে। চারুকলা ছাড়া এ বিষয়ে শেখার সুযোগ নেই আমাদের। মূলত সে ভাবনা থেকেই কার্টুন পিপলের শুরু।’
একসঙ্গে বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা থেকে ২০১৬ সালের দিকে ইউটিউবে ‘কার্টুন শো ঢাকা’ নামের নিয়মিত আয়োজন শুরু করে কার্টুন পিপল। ভিজ্যুয়াল স্টোরি টেলিং বা ছবির মাধ্যমে গল্প বলা হতো সেখানে। কার্টুন আঁকার কলাকৌশলও দেখানো হতো। পরবর্তী সময়ে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন। সংগঠনটি থেকে এবার তাঁরা কমিক বুক প্রকাশের পরিকল্পনাও করছেন।
করোনার বিরুদ্ধে লড়াই প্রতিযোগিতার কার্টুনগুলো ছড়িয়ে দেওয়ার কথা জানালেন তন্ময়। বলেন, ‘আমরা চাই কার্টুনগুলো সবাই ব্যবহার করুক। স্বত্ব বা কৃতজ্ঞতা স্বীকার নিয়ে আমরা ভাবছি না। বরং কার্টুনগুলোর মাধ্যমে যত বেশি সচেতনতা বাড়বে, ততই ভালো। আমাদের পরবর্তী লক্ষ্য হলো, করোনা মহামারির পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কাজ করা। যেমন বিশ্বের কোথাও কোথাও লকডাউন শিথিল হচ্ছে, আমাদের দেশে তেমন হলে সেটা নিয়েও কাজ করব আমরা।’
কার্টুন পিপলের বাইরে তন্ময় তাঁর নিজস্ব কাজ চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী-নির্ভর গ্রাফিক নভেল মুজিব-এর পরবর্তী সংখ্যা নিয়ে কাজ করছেন নিজস্ব স্টুডিওতে। এতে মূলত চিত্রায়ণের কাজ করেন তন্ময়। জানালেন, এরপর নিজের আঁকা ও লেখা কমিক সিরিজ আসবে। সেটার কাজও চলছে।