'খুলি ভাঙা চ্যালেঞ্জ' বিষয়ে সতর্কতা টিকটকের

ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি খুলি ভাঙা চ্যালেঞ্জ নামের একটি স্টান্ট করার ভিডিও ছড়িয়ে পড়েছে, যা তরুণদের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। ‘স্কাল-ব্রেকার চ্যালেঞ্জ’ নামের ওই চ্যালেঞ্জ নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনেক তরুণ আহত হয়েছেন বলে জানা গেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই চ্যালেঞ্জে দুজন পেছন থেকে তৃতীয়জনের পায়ের নিচের দিকে লাথি দেন এবং ওই সময়ই তিনি চিৎ হয়ে পড়েন।

যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা দুজন তরুণকে এ নিয়ে সাজা দিয়েছেন এবং অভিভাবকদের এ বিষয়ে সতর্ক করেছেন।

টিকটকের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের প্ল্যাটফর্ম থেকে বিপজ্জনক এসব কনটেন্ট সরিয়ে ফেলা হবে।

টিকটক নিউজরুমের এক পোস্টে বলা হয়, ‘বিপজ্জনক চ্যালেঞ্জ নিতে উৎসাহ দেয় এবং আহত করে—এমন কনটেন্ট আমরা অনুমোদন দেব না। এটি টিকটকের কমিউনিটি নীতিমালার বাইরে। এ ধরনের কনটেন্ট টিকটক থেকে সরিয়ে দেওয়া হবে। স্টান্ট করে ভিডিও ধারণ করতে গিয়ে কেউই চান না যে তাঁর পরিবারের কেউ বা বন্ধু মারাত্মক আহত হন। এটা মজার কিছু নয়। এ ধরনের ভিডিও করে টিকটকে আপনি বিখ্যাত হতে পারবেন না।’

টিকটকের পক্ষ থেকে খুলি ভাঙা চ্যালেঞ্জের কোনো ভিডিও দেখলে তা রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।