নারীর দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে কোডার্সট্রাস্টের উদ্যোগ
বর্তমানে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছেন নারীরা। এ খাতে তাদের দক্ষতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজন প্রতিবন্ধকতাগুলোকে দূর করা। পাশাপাশি তাঁদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে সামনে এগিয়ে নেওয়া। সম্প্রতি তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট বাংলাদেশের আয়োজনে ‘ওমেন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ শীর্ষক এক টেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা।
ওই আয়োজনে অনলাইনে কীভাবে নারীরা উপার্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে এবং ৪র্থ শিল্প বিপ্লবে তাদের ভূমিকা কি হতে যাচ্ছে তা উঠে আসে। নারী কর্মসংস্থানের বিভিন্ন প্রেক্ষাপট, প্রতিবন্ধকতা এবং তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়।
কোডার্সট্রাস্টের সহ প্রতিষ্ঠাতা আজিজ আহমদ ভ্যাটিকান সিটি, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এসডিজি সম্পর্কিত সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় গ্লোবাল ফিউচার অব ওয়ার্কের ফ্রেমওয়ার্ক বিষয়ে পরামর্শ দেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম জাতীয় উৎপাদনের প্রবৃদ্ধির হার বৃদ্ধি করার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে দক্ষ জনবল সৃষ্টি করার জন্য জোর দেন।
ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান শ্রমবাজারে পারিশ্রমিক কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানবাড়ানোর আশা প্রকাশ করেন।
আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হক বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ভূমিকা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ইয়াহিয়া চৌধুরী, সাবেক সাংসদ সেলিনা জাহান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথোরিটির নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক, আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হক, কোডার্সট্রাস্ট বাংলাদেশের জ্যেষ্ঠ পরামর্শক ব্রিগিডিয়ার জেনারেল আব্দুল হালিম, বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী, কাজী আইটির কান্ট্রি ডিরেক্টর জারা মাহবুব, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুনিরা খান, উইমেন এন্টারপ্রিনিউয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিলুফার আহমেদ করিম, আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলী, উইমেন এন্টারপ্রিনিউয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রুকসানা আনোয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি