রাজধানীতে ইনোভেশন এক্সপো
>দেশের তথ্যপ্রযুক্তি খাতে নানা উদ্ভাবন ও হার্ডওয়্যার প্রযুক্তিপণ্যের প্রদর্শনী চলছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গত সোমবার তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ উদ্বোধন করা হয়েছে। ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে শুরু হওয়া তিন দিনের প্রযুক্তি প্রদর্শনীর আজ শেষ দিন। সকাল ১০টা থেকে চলবে রাত ৮টা পর্যন্ত। প্রযুক্তি খাতে দেশের সক্ষমতা, দক্ষতা, হার্ডওয়্যার পণ্য উৎপাদনে সম্ভাবনা প্রদর্শনীতে উপস্থাপন করা হচ্ছে। আইডিয়া প্রজেক্টের ৩০টি এবং এটুআইয়ের ৩০টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। আরও আছে ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প। ছবিগুলো মঙ্গলবারের।