এক নজরে অ্যাপল যা যা আনল

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ১০ সেপ্টেম্বর দীর্ঘপ্রতীক্ষিত আইফোন ১১, নতুন আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও নতুন স্ট্রিমিং টিভি সেবার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে স্টিভ জবস থিয়েটারে নতুন পণ্য ঘোষণার অনুষ্ঠান আয়োজন করে অ্যাপল। অনুষ্ঠান-সম্পর্কিত আমন্ত্রণপত্রে তারা লিখেছিল, ‘বাই ইনোভেশন অনলি’ কথাটি। এবারে অনুষ্ঠান ঘিরে অ্যাপলপ্রেমীদের চোখ ছিল অ্যাপলের নতুন উদ্ভাবনী পণ্যগুলোর দিকেই। এবারে অ্যাপল নতুন তিনটি মডেলের আইফোন বাজারে এনেছে। ২০ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে নতুন আইফোন। এ ছাড়া এসেছে সপ্তম প্রজন্মের আইপ্যাড, অ্যাপল ওয়াচ সিরিজ ৫ ও ৩। অ্যাপলের নতুন পণ্য ও ফিচার সম্পর্কে জেনে নিন:


আইফোন ১১-এর ফিচার

আইফোন ১১। ছবি: এএফপি
আইফোন ১১। ছবি: এএফপি

বেগুনি, হলুদ, সবুজ, কালো, সাদা ও লাল রঙে পাওয়া যাবে আইফোন ১১।

ফোনটির পেছনে একটি ওয়াইড ও একটি আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

ফোনটির সামনেও রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।

স্বল্প আলোতে নতুন নাইট মোড স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

পানির ২ মিটার নিচে ৩০ মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে।

এতে এ১৩ বায়োনিক চিপসেট ব্যবহৃত হয়েছে।

আইফোন ১১–এর দাম শুরু ৬৯৯ মার্কিন ডলার থেকে। গত বছর আইফোনের দাম শুরু হয়েছিল ৭৪৯ মার্কিন ডলার থেকে।

২০ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।

আইফোন ১১ প্রো ও ম্যাক্স

আইফোন ১১ প্রো ও প্রো ম্যাক্স। ছবি: এএফপি
আইফোন ১১ প্রো ও প্রো ম্যাক্স। ছবি: এএফপি

আইফোন প্রোতে ব্যবহৃত হয়েছে ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের ডিসপ্লে আর প্রো ম্যাক্সের ডিসপ্লে সাড়ে ৬ইঞ্চি মাপের।

সোনালি, রুপালি, সবুজ ও ধূসর রঙে পাওয়া যাবে আইফোন ১১ প্রো ও প্রো ম্যাক্স।

এর পেছনে বাড়তি একটি টেলিফটো ক্যামেরা ব্যবহৃত হয়েছে, যার ফলে জুম বাড়ানো ও এডিটিং সফটওয়্যার সুবিধা পাওয়া যাবে।

এর সেলফি ক্যামেরা দিয়ে স্লো মোশন পোর্ট্রেট ছবি তোলা যাবে। অ্যাপল এর নাম দিয়েছে ‘স্লোফিস’।

প্রোর দাম শুরু ৯৯৯ মার্কিন ডলার থেকে আর প্রো ম্যাক্সের দাম শুরু ১ হাজার ৯৯ মার্কিন ডলার।


অ্যাপল টিভি প্লাস

অ্যাপল টিভি প্লাস। ছবি: এএফপি
অ্যাপল টিভি প্লাস। ছবি: এএফপি

অ্যাপল টিভি প্লাসে আগামী ১ নভেম্বর থেকে শো দেখানো শুরু হবে।

সিঙ্গাপুরসহ ১০০টি দেশে অ্যাপল টিভি প্লাস সেবা পাওয়া যাবে।

মাসিক ৪ দশমিক ৯৯ মার্কিন ডলার খরচে সাবসক্রিপশন পাওয়া যাবে। সাত দিনের বিনা মূল্যের ট্রায়াল পর্ব থাকবে।

যাঁরা আইফোন, আইপ্যাড বা ম্যাক কিনবেন, তাঁরা এক বছরের সাবসক্রিপশন বিনা মূল্যে পাবেন।

পারিবারিক সাবসক্রিপশন নিলে একটি সাবসক্রিপশনে ছয়জন ব্যবহার করতে পারবেন।


অ্যাপল ওয়াচ

অ্যাপল ওয়াচ। ছবি: এএফপি
অ্যাপল ওয়াচ। ছবি: এএফপি

অ্যাপল ওয়াচে অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহৃত হয়েছে, যাতে সময় ও নোটিফিকেশন দেখতে সমস্যা না হয়। আগের সংস্করণগুলোয় ব্যাটারি বাঁচাতে স্মার্টফোনের ইন্টারফেস কালো হয়ে যেত। কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে এখন চার্জ বাঁচিয়েও সব সময় চালু থাকবে।

ব্যাটারিতে চার্জ থাকবে ১৮ ঘণ্টা।

অ্যাপল ওয়াচ সিরিজ ৫–এ ফিচার হিসেবে অলওয়েজ অন ডিসপ্লে, বিল্ট ইন কম্পাস ও আন্তর্জাতিক জরুরি কল সেবার ফিচার থাকবে।

সিরিজ ৩ ওয়াচে অবশ্য সেলুলার কল, জরুরি কল বা হেলথ ট্র্যাকিং ফিচারগুলো পাওয়া যাবে না।

সিরিজ ৫ ওয়াচের দাম শুরু ৩৯৯ মার্কিন ডলার থেকে আর ওয়াচ সিরিজ ৩–এর দাম শুরু ১৯৯ মার্কিন ডলার থেকে।

২০ সেপ্টেম্বর থেকে বাজারে আসবে অ্যাপল ওয়াচ।

আইপ্যাড

আইপ্যাড। ছবি: এএফপি
আইপ্যাড। ছবি: এএফপি

নতুন করে সপ্তম প্রজন্মের আইপ্যাডে ১০ দশমিক ২ ইঞ্চি রেটিনা ডিসপ্লে ব্যবহৃত হয়েছে।

এর দাম শুরু ৩২৯ মার্কিন ডলার থেকে।

এর কেস তৈরি করা হয়েছে পুরোপুরি রিসাইকেল করা অ্যালুমিনিয়াম থেকে।

এতে এ১০ ফিউশন চিপসেট ব্যবহার করা হয়েছে।

স্মার্ট কি–বোর্ড ও অ্যাপল পেনসিল সমর্থন করে।

রুপালি, সোনালি ও ধূসর রঙে ৩০ সেপ্টেম্বর থেকে বাজারে আসবে আইপ্যাড।


অ্যাপল আর্কেড

অ্যাপল আর্কেড। ছবি: এএফপি
অ্যাপল আর্কেড। ছবি: এএফপি

অ্যাপল আর্কেডে ১০০ গেম উন্মুক্ত করা হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে।

মাসে ৪ দশমিক ৯৯ মার্কিন ডলার খরচ করে যত খুশি গেম খেলা যাবে।

এক মাস বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকবে।