নতুন দুটি মডেলের স্মার্টফোন আনল টেকনো
টেকনো স্পার্ক সিরিজে টেকনো স্পার্ক ৪ এয়ার এবং টেকনো স্পার্ক গো নামের দুটি মডেলের স্মার্টফোন বাজারে আনল টেকনো। স্পার্ক ৪ এয়ার স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চি মাপের ডট নচ ডিসপ্লে। ফোনটির পেছনে আছে ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সুবিধা। সিকিউরিটি সুবিধা নিশ্চয়তা করতে রয়েছে সুপার ফাস্ট ফিংগারপ্রিন্ট এবং ফেস আনলকের সুবিধা। থ্রিডি ব্যাক ডিজাইনের ফোনটি অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমনির্ভর। ফোনটির দাম ১০ হাজার ৪৯০ টাকা।
টেকনো স্পার্ক গো স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চি মাপের ডট নচ ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটি আছে ২ জিবি ও ১ জিবি র্যামের দুটি পৃথক সংস্করণে পাওয়া যাবে। এতে রয়েছে ১৬ জিবি স্টোরেজ। এতে রয়েছে ফেস আনলকের সুবিধা। টেকনো স্পার্ক গোর ২ জিবি সংস্করণের দাম ৮ হাজার ৯৯০ টাকা আর এক জিবি সংস্করণের দাম ৭ হাজার ৪৯০ টাকা।