পুরোনো আইফোনের চাহিদা বেশি
নতুন আইফোন কেনার শখ অনেকেরই আছে। কিন্তু গত সেপ্টেম্বরে অ্যাপলের বাজারে আনা নতুন আইফোনগুলোর দাম তুলনামূলকভাবে বেশি। তাই অনেকেই এখনো পুরোনো আইফোন কেনার কথাই ভাবছেন। আইফোনের বিক্রির ওপর নির্ভরশীল বিভিন্ন প্রতিষ্ঠান এমন তথ্যই দিচ্ছে।
ব্রডকম ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হক ট্যান বলেন, তাঁর প্রতিষ্ঠানের ওয়্যারলেস ব্যবসা আগের চেয়ে ভালো করছে, কারণ উত্তর আমেরিকার গ্রাহকদের কাছে এখনো পুরোনো আইফোনের চাহিদা বেশি।
গত বৃহস্পতিবার ব্রডকম তাদের চতুর্থ প্রান্তিকের আয় ঘোষণা করে। ট্যান বলেন, পুরোনো প্রজন্মের ফোনগুলোর চাহিদা থাকায় ওয়্যারলেস বিভাগের আয় বেড়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকায় অ্যাপলের বৃহত্তম সহযোগী ব্রডকম। ব্রডকম একটি সেমিকন্ডাক্টর কোম্পানি। ১৯৯১ সালে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার আরভিনে। বিশ্বের ১৫টি দেশে এর কার্যক্রম চালু রয়েছে। ব্রডকমের পণ্যের মধ্যে রয়েছে ইথারনেট এবং ওয়্যারলেস ল্যান, কেবল মডেম, ডিএসএল, সার্ভার, হোম নেটওয়ার্কিং ডিভাইস এবং সেলুলার ফোনের প্রসেসর আইসি। প্রতিষ্ঠানটি ব্লুটুথ, ওয়াই-ফাই ট্রান্সসিভারের জন্যও আইসি নির্মাণ করে।
ব্লুমবার্গ জানিয়েছে, হক ট্যানের বক্তব্য অনুযায়ী পুরোনো আইফোনের চাহিদা এখন বেশি। তবে অ্যাপলের জন্য অন্যান্য যন্ত্রাংশ সরবরাহকারীরা বলছে, নতুন বাজারে আসা আইফোন এক্সআর, আইফোন এক্সএস ও এক্সএস ম্যাক্সের চাহিদা কম।
নতুন আইফোন বাজারে আসার পর পুরোনো মডেলের আইফোনের দাম কমিয়েছে অ্যাপল। আইফোন ৭ বিক্রি হচ্ছে ৪৪৯ মার্কিন ডলারে। আইফোন ৮ বিক্রি হচ্ছে ৫৯৯ মার্কিন ডলারে। ৯৯৯ মার্কিন ডলার দামের আইফোন এক্সএস মডেলের তুলনায় পুরোনো মডেলের আইফোনের দাম কম বলেই অনেকে এদিকে ঝুঁকছেন।