ফিনিক্স কোডনেমে নকিয়ার নতুন স্মার্টফোন তৈরি করছে এইচএমডি গ্লোবাল
নকিয়া ব্র্যান্ডের নতুন স্মার্টফোন তৈরি করছে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। এ বছরের শেষ দিকে ওই স্মার্টফোনটি বাজারে ছাড়া হতে পারে। প্রযুক্তি বিষয়ক কয়েকটি ওয়েবসাইটে বলা হচ্ছে, ‘ফিনিক্স’ কোডনেম দিয়ে নতুন স্মার্টফোনটি তৈরি হচ্ছে। অ্যান্ড্রয়েডচালিত নতুন স্মার্টফোনটিতে ব্যবহৃত হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।
সম্প্রতি টুইটারে টিপস্টার রোল্যান্ড কোয়ান্ট নতুন স্মার্টফোনের তথ্য ফাঁস করেন। তাঁর তথ্য অনুযায়ী, ফিনিক্স কোডনেমে তৈরি ফোনটিতে উন্নত প্রসেসর ব্যবহার করা হচ্ছে, যা স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেটের চেয়েও শক্তিশালী। স্ন্যাপড্রাগন ৭১০ এসএসি চিপসেট এখন পর্যন্ত শাওমি মি ৮ এসই ফোনে ব্যবহার করা হয়েছে।
কী থাকবে নতুন এই স্মার্টফোনে?
ধারণা করা হচ্ছে, ফোনটিতে ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ ও কার্ল জেইস ক্যামেরা প্রযুক্তি থাকবে। অবশ্য নতুন স্মার্টফোন নিয়ে এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট ব্যবহার করে গুগলও তাদের পিক্সেল স্মার্টফোন তৈরি করছে বলে গুঞ্জন রয়েছে। বনোটো কোডনামে তৈরি হচ্ছে গুগলের ফোন, যা ২০১৯ সালে বাজারে আসতে পারে।