সাবেক সতীর্থকে 'অভিনেতা' মনে হচ্ছে পিকের

এই মুহূর্তই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। ছবি: টুইটার
এই মুহূর্তই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। ছবি: টুইটার
>

গত রাতে সেল্টা ভিগো বিপক্ষে ২-২ গোলে ড্র করে লিগ শিরোপার দৌড়ে একটু পিছিয়েই গিয়েছে বার্সেলোনা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ব্যাপারটা পছন্দ হচ্ছে না দলটার স্প্যানিশ কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকের

ম্যাচের তখন সাতাশি মিনিট। স্কোরলাইন ২-১। আরেকটা গোল হজম করলেই ড্র নিয়ে মাঠ ছাড়তে হবে বার্সেলোনাকে।

এমন অবস্থায় মাঠের বামপ্রান্ত দিয়ে বিপজ্জনকভাবে বার্সার ডি-বক্সে ঢুকে যাচ্ছিলেন সেল্টা ভিগোর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ও বার্সার সাবেক তারকা রাফিনহা আলকানতারা। সেটা নজরে পড়ে বার্সার সেন্টারব্যাক জেরার্ড পিকের। তাঁকে ট্যাকল করতে না করতেই ডি-বক্সের একটু বাইরে হুমড়ি খেয়ে পড়ে যান রাফিনহা। ব্যস, ফ্রি-কিক পায় সেল্টা।

সে ফ্রি-কিক থেকে বাঁ পায়ের বুলেট শটে গোল করে ম্যাচের একদম শেষ মূহুর্তে দলকে সমতায় ফেরান অধিনায়ক ইয়াগো আসপাস। এক ম্যাচ বেশি খেলে তিন পয়েন্ট নয়, বরং এক পয়েন্ট বেশি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে। এসপানিওলের বিপক্ষে জিততে পারলেই এখন দুই পয়েন্টের অগ্রগামিতা পেয়ে এককভাবে শীর্ষে চলে যাবেন রামোস-বেনজেমারা। এমনিতেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে রিয়াল।

তবে পড়ে যাওয়ার মতো অত বাজেভাবে ট্যাকল করেছিলেন কি না, সেটা নিয়ে সন্দেহ দেখা গেছে পিকের মনে। তাঁর কাছে মনে হয়েছে, ভান করেছেন সাবেক সতীর্থ। অন্তত তাঁর টুইট দেখে এ কথা মনে হতে বাধ্য।

এমনিতেই টুইটারে নিজের মনের ভাব প্রকাশ করতে পটু এই ম্যাচের পরেও টুইটারকে বেছে নিয়েছেন নিজের মনের ভাব প্রকাশ করার অস্ত্র হিসেবে। এ শতকের শুরু দিককার জনপ্রিয় পপ ব্যান্ড 'এমজিএমটি'র একটি গানের দুই ছত্রকে বেছে নিয়েছেন পিকে, ‘ভাগ্যেই লেখা ছিল আমরা ভান করব। অভিনয় করব।’

টুইটটা যে রাফিনহার উদ্দেশ্যেই। সেটা না বলে দিলেও চলছে! অর্থাৎ রাফিনহা চাইলেই অতটুকু ট্যাকলে পড়ে না গেলেও পারতেন, কিন্তু পড়ে গিয়ে তিনি ভান করেছেন।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রেফারি বিশেষজ্ঞ হুয়ান আন্দুজার অলিভারের কাছেও মনে হয়েছে, পিকে রাফিনহাকে এমন কোনো ফাউল করেননি যাতে ওভাবে হুমড়ি খেয়ে পড়ে যেতে হবে, ‘সেল্টার খেলোয়াড়টা পড়ে গেল। রেফারি ভাবল বার্সার খেলোয়াড়ের দোষ আছে তাতে। সে যদি ওটা ভেবে থাকে তাহলে ভুল ভেবেছে।’