করোনা নিয়ে এশিয়ানকে কটাক্ষ করে নিষিদ্ধ
করোনা মহামারির মধ্যে আগামী শুক্রবার মাঠে ফিরছে টটেনহাম হটস্পার। লিগ ম্যাচে সেদিন ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে স্পার্সরা। এ ম্যাচে মিডফিল্ডার ডেলে আলীকে পাচ্ছে না টটেনহাম। কোভিড-১৯ ভাইরাস নিয়ে এক এশিয়ানকে অনলাইনে কটাক্ষ করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আলী।
গত ফেব্রুয়ারীতে স্ন্যাপচ্যাটে একটি ভিডিও পোষ্ট করেন তিনি। মুখে মাস্ক পরে হিথরো বিমানবন্দরে দুবাইগামী বিমানের অপেক্ষায় ছিলেন আলী। এ সময় তাঁর পাশে দাঁড়ানো এক এশিয়ান কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হতে পারেন, এমন বুঝিয়ে একটি ভিডিও করেন আলী। ক্যামেরায় সেই এশিয়ানকে দেখানোর পর হ্যান্ড স্যানিটাইজারের বোতল দেখানো হয়। এরপর আলী বলেন, 'আমাকে ধরতে ভাইরাসকে দ্রুতগামী হতে হবে।'
সোমবার ভিডিও শুনানীতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এ নিয়ে কথা বলেছে আলীর সঙ্গে। ২৪ বছর বয়সী ভিডিওতে সেই লোককে বেছে নিয়েছেন শুধু এশিয়ান বলে, কারণ এশিয়ানরা বেশি করোনায় আক্রান্ত হয়ে থাকেন, এমন একটা ধারণা আছে, এমনটাই মনে করছে এফএ। যদিও আলী পাল্টা যুক্তিতে জানান, সেই এশিয়ানকে কটাক্ষ করে তিনি ভিডিওটি বানাননি। স্রেফ মজা করেছিলেন। সেখানে সেই লোকের জাতিগত বৈশিষ্ট্য 'অপ্রাসঙ্গিক।'
এফএ কাল জানিয়েছে, আলীকে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা ও পুনরায় শিক্ষামূলক কোর্সে ভর্তি হতে হবে। ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে তাঁকে। 'তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেলে আলীকে এক ম্যাচ নিষিদ্ধ, ৫০ হাজার পাউন্ড জরিমানা এবং এফএ ই৩ নিয়ম ভাঙায় তাকে শিক্ষামূলক কোর্সে অংশ নিতে হবে।'
আলী আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছেন, তিনি এক বন্ধুর 'বিশ্বাসঘাতকতা'র শিকার। তাঁর ব্যক্তিগত স্ন্যাপচ্যাট ভিডিও বেচে দিয়েছেন সেই বন্ধু। ১৬০জনের 'কাছে বন্ধু' গ্রুপ থেকে সেই ভিডিও মুছে ক্ষমাও চেয়েছেন আলী। এফএ-কে তিনি বলেছেন, লোকটির জাতিগত বৈশিষ্ট্য নয় কাশতে থাকায় তিনি ভিডিওতে তাঁকে বেছে নেন।
তিন সদস্যের এফএ কমিশন মনে করছে, আলী অবচেতনভাবেই এশিয়ান এবং করোনার মধ্যে যোগসূত্র মিলিয়ে কাজটি করেছেন। যেন এশিয়ান মানেই করোনার ঝুঁকি! তবে সত্য বলায় তাঁর বিরুদ্ধে বর্ণবাদের কোনো অভিযোগ গঠন করেনি এফএ।