অর্ডার অব অস্ট্রেলিয়া খেতাব পেলেন ক্লার্ক

রানীর খেতাব পেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক: ফাইল ছবি
রানীর খেতাব পেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক: ফাইল ছবি

রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, মার্ক টেলর, অ্যালান বোর্ডারদের পাশে যোগ হলো মাইকেল ক্লার্কের নামও। পূর্বসূরি অধিনায়কদের মতো ক্লার্কও যে পেলেন অর্ডার অব অস্ট্রেলিয়া (এও) খেতাব। ব্রিটিশ রানীর জন্মদিন উপলক্ষে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রাখা অস্ট্রেলীয়দের দেওয়া হয় বিশেষ এই সম্মাননা।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ক্লার্ককে কেন দেওয়া হলো এই খেতাব সেটির ব্যাখ্যা দিতে গিয়ে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেলের অফিস গতকাল লিখেছে, 'একজন খেলোয়াড় হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এবং সমাজে অধিনায়কত্বের মাধ্যমে অসা্ধারণ অবদান রাখার স্বীকৃতি এটি।'

মাইকেল ক্লার্ক, রিকি পন্টিং, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, মার্ক টেলররাই শুধু নন অস্ট্রেলিয়ার আরও অনেক সাবেক অধিনায়কও পেয়েছেন এই সম্মান। মাঠে ও মাঠের বাইরে অবদানের জন্য অস্ট্রেলিয়ার ১৮তম টেস্ট অধিনায়ক জ্যাক রাইডার থেকে শুরু করে ৪৩ নম্বর অধিনায়ক মাইকেল ক্লার্ক পর্যন্ত প্রায় সব অধিনায়কই হয় অর্ডার অব অস্ট্রেলিয়া কিংবা অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাব পেয়েছেন। এই সময়ে দুই খেতাবের একটিও জোটেনি শুধু অস্ট্রেলিয়ার চার পূর্ণকালীন অধিনায়ক কিম হিউজ, ইয়ান চ্যাপেল, গ্রাহাম ইয়ালপ ও ব্যারি জার্মানের।