নতুন অতিথি আসছে পান্ডিয়া পরিবারে

ইনস্টাগ্রামে এই ছবিটা পোস্ট করেই নতুন অতিথি আগমনের খবর জানিয়েছেন পান্ডিয়া। ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রামে এই ছবিটা পোস্ট করেই নতুন অতিথি আগমনের খবর জানিয়েছেন পান্ডিয়া। ছবি: সংগৃহীত
>বাবা হতে চলছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া

 প্রথম সন্তানের বাবা হতে চলেছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অন্ত:সত্ত্বা স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের ছবি পোস্ট করে নতুন অতিথির আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন পান্ডিয়া নিজেই। ভারতীয় এই অলরাউন্ডারের স্ত্রী সার্বিয়ার মেয়ে বলিউডে অভিনয় করেন। 

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে পান্ডিয়া লিখেছেন, 'নাতাশা ও আমি জীবনে একসঙ্গে চলেছি এবং এই যাত্রা আরও সুন্দর হতে চলেছে। নতুন এক জীবন আসার অপেক্ষায় আমরা দুই জনেই খুব উচ্ছ্বসিত। আমরা আমাদের জীবনের এই নতুন পর্বে রোমাঞ্চিত। আপনাদের শুভেচ্ছা ও দোয়া চাই।'


চলতি বছরের শুরুতেই নাতাশাকে নিয়ে ছবি পোস্ট করে বাগদানের খবর ঘোষণা করেছিলেন পান্ডিয়া। এবার এলো তাঁদের ঘরে নতুন অতিথি আগমনের খবর। বাগদত্তা পরিবারের খুশির সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। পান্ডিয়ার পোস্টে শাস্ত্রী লিখেছেন, 'খুব ভালো খবর । তোমাদের অভিনন্দন।'


২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পান্ডিয়ার। মাঝে কিছুদিন চোটের বাইরে থাকলেও বর্তমানে ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। আর বলিউডের জনপ্রিয় ড্যান্সার হিসেবেই পরিচিতি রয়েছে নাতাশার। অভিনয় করেছেন অ্যাকশন জ্যাকসন, ফুকরে রিটার্নস, ড্যাডি, জিরো, দ্য বডি-র মতো ছবিতে।