পুরস্কার নিয়ে 'ড্রোন' গেল তাঁর বাসায়

পুরস্কার পাওয়ার পর ম্যালকম। ছবি: টুইটার
পুরস্কার পাওয়ার পর ম্যালকম। ছবি: টুইটার
>

অভিনব উপায়ে নিজেদের ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমকে ‘মাসের সেরা খেলোয়াড়’-এর পুরস্কার দিয়েছে রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ

‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার একজন খেলোয়াড়কে কীভাবে দেওয়া হয়, মনে আছে?

ছোট্ট একটা ট্রফি বা শ্যাম্পেনের বোতল বা অন্য কোনো স্মারক দেওয়া হয় খেলোয়াড়কে। নিজ ক্লাবের ট্র্যাকস্যুট বা টি-শার্ট পরা খেলোয়াড়টি তখন সেই স্মারক নিয়ে ক্যামেরার সামনে ছবি তোলার জন্য দাঁড়িয়ে যান। ছবিটা তোলা হয় ক্লাবের ভেতরকার ট্রফিকেস বা ক্লাবের নামাঙ্কিত কোনো দেয়ালের সামনে। অনেকে অনুশীলন মাঠেও ছবি তোলেন। প্রায় সব ক্ষেত্রেই এ পুরস্কার তুলে দেওয়া হয় হাতে হাতে। খেলোয়াড়েরা অনুশীলনের এক ফাঁকে এই পুরস্কারটা নিয়ে ছবি তোলার জন্য পোজ দেন টুক করে।

ফুটবলে খেলোয়াড়দের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে সবচেয়ে পরিচিত ছবি। কিন্তু প্রচলিত সব ধ্যানধারণাই যেন পাল্টে দিচ্ছে করোনাভাইরাস। এখন আর হাতে হাতে পুরস্কার তুলে দেওয়ার ‘ঝুঁকি’তে যাচ্ছে না কেউই। পুরস্কার দিতে গিয়ে যদি করোনাভাইরাস সংক্রমিত হয়? সামাজিক দূরত্ব বজায় রাখতে পুরস্কার এখন প্রযুক্তির মাধ্যমে ক্রীড়বিদদের বাড়িতে পৌঁছে দিচ্ছে ক্লাব, সম্প্রতি রাশিয়ায় ঘটেছে এমন ঘটনা।

করোনাভাইরাসের জন্য এখন বিশ্বজুড়ে সব খেলাধুলা বন্ধ। বাদ যায়নি রাশিয়াও। খেলা বন্ধ, কিন্তু তাতে কী? দায়িত্ব পালনে তো পিছিয়ে থাকা যায় না। তাই নিজেদের গত মাসের সেরা ফুটবলারের পুরস্কার ক্লাবের ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমের বাড়িতে পৌঁছে দিয়েছে জেনিত সেন্ট পিটার্সবার্গ। কারও হাত দিয়ে নয়, ড্রোনের মাধ্যমে! মার্চের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সাবেক বার্সেলোনা উইঙ্গার ম্যালকম। বাড়ির জানালা দিয়ে ঢুকে ম্যালকমের হাতে সেই পুরস্কার দিয়ে যায় একটি ড্রোন।

সেই ঘটনার ছবি টুইটারে আসতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ম্যালকম জানিয়েছেন ক্লাবের ফোন পেয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ান তিনি। তখন দেখেন দ্রুতগতিতে তার ফ্ল্যাটের জানালার দিকে একটি ড্রোন এগিয়ে আসছে। ফ্ল্যাটের মেঝেতে ড্রোন ল্যান্ড করতেই হতবাক হয়ে যান এই ব্রাজিল তারকা। সকাল সকাল পুরস্কার হাতে পেয়ে হয়ে যান মহাখুশি। পুরস্কারের জন্য ক্লাব এবং রাশিয়ার ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন ম্যালকম। একই সঙ্গে সবাইকে বাড়িতে থাকতে বলেছেন তিনি।

ম্যালকম নিজেও এখন নিজের ফ্ল্যাটে সেলফ আইসোলেশনে আছেন। করোনাভাইরাসের প্রভাবে খেলা স্থগিত হওয়ার আগে দুর্দান্ত ফর্মে ছিলেন এই তারকা। উরালকে ৭-১ গোলে হারানোর ম্যাচে জেনিতের হয়ে এক গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন। তাঁর আগে আখমাত গ্রোজনির বিপক্ষে ম্যাচটাতেও ছিলেন সপ্রতিভ।

ম্যালকমের বাসায় ড্রোন যাওয়ার ভিডিও লিংক: