করোনার পর কী করবেন, কোথায় যাবেন তাঁরা
>করোনার কারণে বেকার ঘরে বসে আছেন সবাই। অনেকে এটাও জানেন না, করোনাকাল শেষ হলে কী করবেন, কীভাবে জীবিকা নির্বাহ করছেন। এ চিন্তায় আছেন বেশ কিছু ফুটবলারও
বর্তমান ক্লাবের সঙ্গে তাঁদের চুক্তি বাকি ছিল আর কিছুদিন। আসছে জুলাইয়ে চুক্তি শেষ হতো।
অন্য সময় এমন খেলোয়াড়েরা চাইলেই ছয় মাস আগে থেকে অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করে রাখতে পারতেন। চুক্তি শেষ হওয়ার পর সেই অন্য নতুন ক্লাবে যোগদান করার ব্যবস্থা করে রাখতেন। পোলিশ স্ট্রাইকার রবার্ট লেবান্ডফস্কির কথাই ভেবে দেখুন। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে যখন তাঁর চুক্তির মাত্র ছয় মাস বাকি, তখনই বায়ার্ন মিউনিখের সঙ্গে বোঝাপড়া করে রেখেছিলেন, ছয় মাস পর যোগ দেবেন জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে। গত বছরের জানুয়ারিতে একই কাজ করেছিলেন ওয়েলশ মিডফিল্ডার অ্যারন র্যামসি। আর্সেনালের সঙ্গে চুক্তির বাকি ছিল আর ছয় মাস, বুঝলেন, ক্লাব তাঁর চুক্তি বাড়াবে না, ব্যস, আগে ভাগে নিজের আখের গুছিয়ে নিলেন জুভেন্টাসের সঙ্গে চুক্তি করে।
আবার অনেক ক্লাব আছে, নতুন চুক্তি না করলে খেলোয়াড়েরা চলে যাবেন দেখে একদম শেষ পর্যায়ে এসে ওই তারকার সঙ্গে চুক্তি বাড়ায়। ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গেয়া যেমন, গত জুলাইতে তাঁর চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তাঁর সঙ্গে চুক্তি তো বাড়ালোই, উল্টো ক্লাবের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় এখন তিনি। একই কাজ কিছুদিন আগে ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনারের সঙ্গে করেছে লিভারপুল। চুক্তি শেষ হওয়ার আগে আগেই নিজের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চয়তা পেয়ে গেছেন তাঁরা।
কিন্তু এখন তো আর স্বাভাবিক কোনো সময় নয়। করোনাভাইরাসের কারণে ফুটবল খেলাই বন্ধ। সব খেলোয়াড়েরা বাসায় বসে বসে অলস সময় কাটাচ্ছেন। ক্লাবের সঙ্গে যাদের চুক্তি আছে, তাঁরা নাহয় একটু নিশ্চিন্তভাবে সময়টা কাটাতে পারছেন। কিন্তু আসছে জুলাইয়ে যাদের চুক্তি শেষ হয়ে যাবে?
বেঁচে থাকার চিন্তাই এখন সবচেয়ে বেশি সবার মধ্যে। খেলোয়াড়দের চুক্তি বাড়ানো হয়েছে কি না, ফ্রি তে আগামী জুলাইয়ের পর কোনো তারকাকে দলে ভেড়ানো যাবে কি না, এ নিয়ে ক্লাবগুলো চিন্তা করছে সামান্যই।
ফলে বেশ কিছু তারকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কারা তাঁরা? উল্লেখযোগ্য কয়েকজনের নাম আসুন দেখে নেওয়া যাক :
ইংলিশ প্রিমিয়ার লিগ
ডেভিড সিলভা (মিডফিল্ডার, ম্যানচেস্টার সিটি)
ক্লদিও ব্রাভো (গোলরক্ষক, ম্যানচেস্টার সিটি)
অ্যাডাম লালানা (মিডফিল্ডার, লিভারপুল)
নাথানিয়েল ক্লাইন (রাইটব্যাক, লিভারপুল)
অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, চেলসি)
উইলিয়ান (উইঙ্গার, চেলসি)
পেদ্রো রদ্রিগেজ (উইঙ্গার, চেলসি)
ইয়ান ভার্তোনে (সেন্টারব্যাক, টটেনহাম হটস্পার)
জো হার্ট (গোলরক্ষক, বার্নলি)
রায়ান ফ্রেজার (উইঙ্গার, বোর্নমাথ)
স্প্যানিশ লা লিগা
এভার বানেগা (মিডফিল্ডার, সেভিয়া)
নোলিতো (উইঙ্গার, সেভিয়া)
ইতালিয়ান সিরি আ
জিয়ানলুইজি বুফন (গোলরক্ষক, জুভেন্টাস)
জর্জো কিয়েল্লিনি (সেন্টারব্যাক, জুভেন্টাস)
ইব্রাহিমোভিচ (স্ট্রাইকার, এসি মিলান)
জিয়াকোমো বোনাভেন্তুরা (মিডফিল্ডার, এসি মিলান)
দ্রিস মের্তেনস (স্ট্রাইকার, নাপোলি)
হোসে কায়েহন (উইঙ্গার, নাপোলি)
সেনাদ লুলিচ (উইংব্যাক, লাৎসিও)
জার্মান বুন্দেসলিগা
মারিও গোতসা (মিডফিল্ডার, বরুসিয়া ডর্টমুন্ড)
চার্লস আরাঙ্গিজ (মিডফিল্ডার, বেয়ার লেভারকুসেন)
ফরাসি লিগ আঁ
থিয়াগো সিলভা (সেন্টারব্যাক, পিএসজি)
টমাস মুনিয়ের (রাইটব্যাক, পিএসজি)
এডিনসন কাভানি (স্ট্রাইকার, পিএসজি)
লেভিন কুরজাওয়া (লেফটব্যাক, পিএসজি)