শিশুদের খাবার দিচ্ছেন রাশফোর্ড
শুধু খেলাই নয়, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ। শিশুরাও ঘরে বন্দী। এমন সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড ভাবছেন সেই সব সুবিধাবঞ্চিত শিশুদের কথা, যারা স্কুলে পড়াশোনা করতে যাওয়ার বিনিময়ে দুপুরের খাবার পেত। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় খাবারও বন্ধ। কী হবে সেই সব শিশুদের?
এগিয়ে এসেছেন ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড ফেয়ারশেয়ার দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে ম্যানচেস্টার এলাকায় ওই সব শিশুদের খাবার বিতরণ করে যাচ্ছেন। নিজের কৈশোরের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে পরবর্তী প্রজন্মকে শেখার মতো কিছু দিয়ে যাওয়াই তাঁর উদ্দেশ্য, ‘অতীতে আমি শিশুদের জন্য অনেক কিছু করেছি। যখনই শুনতে পেলাম স্কুল বন্ধ হয়ে গেছে, মনে হয়েছে কিছু শিশু তো স্কুলে বিনা মূল্যে খাবার পেত।’
রাশফোর্ড বলে চলেন, ‘আমি যখন স্কুলে বিনা মূল্যে খাবার পেতাম সেই সময়টার কথা আমার মনে আছে। আমার মা বাড়িতে আসতে আসতে সন্ধ্যা ৬টা বেজে যেত। তাই আবার খাবার পেতে ৮টা বেজে যেত। আমি ভাগ্যবান ছিলাম। এমন অনেক শিশু আছে যারা আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। তারা বাড়িতে খাবারই পায় না।’
শিশুদের খাবার দেওয়ার জন্য বেশ ভালো অর্থই তাঁদের দাতব্য প্রতিষ্ঠান তুলতে পেরেছে বলে জানিয়েছেন রাশফোর্ড, ‘আমরা ১ লাখ ২৪ হাজার ডলার সংগ্রহ করেছি। যার মানে আমরা ৪ লাখ শিশুকে খাবার দিতে পারব। এটা আমার কাছে ইতিবাচকই।