প্রায় তিন কোটি টাকার কোচকে হিসাব করে ব্যবহার করছে বিসিবি
ড্যানিয়েল ভেট্টোরি কাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না। থাকবেন কী করে, তিনি তখন ঢাকায়। কাল রাতেই নিউজিল্যান্ডের উড়ান ধরে বাড়ি ফিরে যাওয়ার কথা বাংলাদেশ দলের এ স্পিন পরামর্শকের।
সিরিজ চলার সময় হঠাৎ ভেট্টোরি কেন ফিরে যাচ্ছেন? বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, চুক্তি মেনেই সিরিজের মাঝে ফিরে যাচ্ছেন কিউই কিংবদন্তি, ‘ওর সঙ্গে আমাদের যেভাবে সূচি করা হয়েছে, সেটি অনুযায়ী যাচ্ছে। ওর সঙ্গে আমাদের দিনের হিসাব। সিরিজের আগে-পরের কোনো বিষয় নেই। ওর সঙ্গে যেভাবে সূচি করা আছে, সেভাবেই সে কাজ করবে। যদি আমরা সিরিজের মধ্যে অতিরিক্ত দিন যোগও করি, সেটি তার চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই।’
বিসিবির সঙ্গে ১০০ দিনের চুক্তিতে আয়করসহ ভেট্টোরির প্রতিদিনের বেতন প্রায় ৩ হাজার ডলার (বছরে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা)। দামি এই কোচকে হিসাব করে ব্যবহার করতে হচ্ছে বিসিবিকে। যে হিসাবেই ব্যবহার করা হোক, সিরিজের মাঝে একজন কোচের চলে যাওয়া বাংলাদেশ ক্রিকেটে কমই দেখা যায়। গত নভেম্বরে ভারত সফরেও পুরোটা সময় কাজ করে গেছেন ভেট্টোরি। জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে এত দামি কোচকে ব্যবহার করা অপ্রয়োজন বলেই কি তাঁর চলে যাওয়া? নিজামউদ্দিন বলছেন, ‘তার সঙ্গে চুক্তি অনুযায়ী আমরা ঠিক করি এই সিরিজে সে কত দিন কাজ করবে। এই দফায় স্পিনারদের নিয়ে যতটুকু কাজ করার দরকার, সেটি করে সে চলে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে, এই সিরিজের পুরোটা তাকে প্রয়োজন নেই। এখানে অব্যবহৃত দিনগুলো পরে অফ সিজনে কাজে লাগানো হবে।’
ভেট্টোরির আবার বাংলাদেশে আসার কথা এ মাসের তৃতীয় সপ্তাহে এশিয়া একাদশ–বিশ্ব একাদশের ম্যাচের আগে।