১০ মাস বয়সেই টেন্ডুলকারের ভক্ত সে

টেন্ডুলকারের খুদে ভক্ত শ্রেষ্ঠ মেহতা। ছবি: শচীন টেন্ডুলকারের টুইটার পেজ
টেন্ডুলকারের খুদে ভক্ত শ্রেষ্ঠ মেহতা। ছবি: শচীন টেন্ডুলকারের টুইটার পেজ
>

বিশ্বজোড়া ভক্ত আছে শচীন টেন্ডুলকারের। আনন্দ নামের এক টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, কিংবদন্তি ক্রিকেটারের ১০ মাস বয়সী এক ভক্তও আছে

শচীন টেন্ডুলকার ক্রিকেট ছেড়েছেন সাত বছর হয়েছে। কিন্তু এখনো রয়ে গেছেন বিশ্বজোড়া ভক্তদের হৃদয়ে। সাত থেকে সত্তর—সব বয়সী ভক্তই আছে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের। তাই বলে ১০ মাস বয়সী কেউ তাঁর ভক্ত হবে! বিস্ময়কর লাগলেও আনন্দ নামের একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, মাস্টার ব্লাস্টার টেন্ডুলকারের ১০ মাস বয়সী একজন ভক্ত আছে ভারতে। সেই ভক্তের নাম শ্রেষ্ঠ মেহতা, আনন্দের ভাইয়ের মেয়ে।

খেলোয়াড়ি জীবনে ১০ নম্বর জার্সি পরে খেলতেন টেন্ডুলকার। ভারত দলে তাঁর সেই ১০ নম্বর জার্সি পরে বল ও ব্যাট নিয়ে ছবি তুলেছে শ্রেষ্ঠ। মাঠে বসে তোলা সেই ছবি আনন্দ টুইটারে দিয়ে লিখেছেন, ‘শচীন স্যার, আপনি ক্রিকেট থেকে বিদায় নিলেও আমাদের হৃদয় থেকে বিদায় নিতে পারেননি। আমাদের লিটল মাস্টার শ্রেষ্ঠ মেহতা, আমার ভাইয়ের মেয়ের পক্ষ থেকে “লিটল মাস্টার ব্লাস্টারকে শুভেচ্ছা”।’ ওই টুইটেই আনন্দ জানিয়েছেন, যে শ্রেষ্ঠর বয়স ১০ মাস।

টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি পরে শ্রেষ্ঠ মেহতা। ছবি: শচীন টেন্ডুলকারের টুইটার পেজ
টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি পরে শ্রেষ্ঠ মেহতা। ছবি: শচীন টেন্ডুলকারের টুইটার পেজ

টুইটটি করে আনন্দ তাবৎ টুইটার ব্যবহারকারীদের একটি আহ্বানও জানিয়েছিলেন, টুইটটি বেশি বেশি শেয়ার করুন, যাতে করে শ্রেষ্ঠর ছবিগুলো শচীন টেন্ডুলকারের নজরে আসে। আনন্দের আশা পূরণ হয়েছে। টেন্ডুলকার তাঁর খুদে ভক্তের ছবিগুলো দেখেছেন। সেগুলো তিনি রিটুইট করে লিখেছেন, ‘ক্রিকেটে বয়স কোনো বিষয় নয়। অসাধারণ সুন্দর এই ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। ১০ মাস বয়সী শ্রেষ্ঠ আর ওর পরিবারের প্রতি শুভকামনা রইল।’

শ্রেষ্ঠ মেহতার বয়স মাত্র ১০ মাস। ছবি: শচীন টেন্ডুলকারের টুইটার পেজ
শ্রেষ্ঠ মেহতার বয়স মাত্র ১০ মাস। ছবি: শচীন টেন্ডুলকারের টুইটার পেজ

আনন্দ তাঁর টুইটে টেন্ডুলকারের খেলা তাঁর পছন্দের একটি ইনিংসের কথাও উল্লেখ করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮৬ রানের সেই ইনিংসটি টেন্ডুলকারের ওয়ানডে ক্যারিয়ারের অন্যতম সেরা। ইনিংসটি তিনি খেলেছিলেন ১৯৯৯ সালের নভেম্বরে। তারও ১৪ বছর পর ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানান টেন্ডুলকার। এরপর আবার তিনি ব্যাট হাতে নিয়েছেন কয়েক দিন আগে—অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আয়োজন করা প্রদর্শনী ম্যাচে। সেখানে তিনি এক ওভার ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়া নারী দলের দুই পেসারের বিপক্ষে।

মাঠে বসে আছে টেন্ডুলকারের ১০ মাস বয়সী ভক্ত। ছবি: শচীন টেন্ডুলকারের টুইটার পেজ
মাঠে বসে আছে টেন্ডুলকারের ১০ মাস বয়সী ভক্ত। ছবি: শচীন টেন্ডুলকারের টুইটার পেজ