'ধকল বেশি হয়ে যাচ্ছে মনে হলে আইপিএল খেলো না'

কপিল দেব। ছবি: এএফপি
কপিল দেব। ছবি: এএফপি
>

আর ঠিক এক মাস এক দিন পর শুরু হবে আইপিএলের ১৩তম আসর। কিন্তু শুরুর আগেই আবার যেন নেতিবাচক আলোচনা আইপিএলকে ঘিরে।

আর ঠিক এক মাস এক দিন পর শুরু হবে আইপিএলের ১৩তম আসর। শুরুর ম্যাচটাই যেন গত বছরের ফাইনালের পুনর্মঞ্চায়ন। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস লড়বে গতবার ফাইনালে যাদের হারিয়ে শিরোপা জিতেছে সেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। কিন্তু শুরুর আগেই আবার যেন নেতিবাচক আলোচনা আইপিএলকে ঘিরে।

ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্বজুড়েই ক্রিকেটকে অনেকটা বদলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টির মহোৎসব। ভারতের এই টুর্নামেন্টের সাফল্যের পর প্রায় সব দেশই এখন এমন টুর্নামেন্ট আয়োজন করে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে উঠতি ক্রিকেটারদের একই ড্রেসিংরুম ভাগাভাগির সুযোগ তো তৈরি হয়েছেই, এমন টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা মানে বাড়তি কামাইয়েরও সুযোগ। কিন্তু একই সঙ্গে এত টুর্নামেন্ট মানে তো আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য ধকলটাও বেশি হয়ে যাচ্ছে!

ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা হয়তো আইপিএল ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে তেমন একটা খেলেন না। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ভারত যত ম্যাচ খেলে, তারপর এই আইপিএল তাঁদের জন্যও বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। এ দিকে খেয়াল রেখেই ভারতের প্রথম বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক কপিল দেব বলছেন, যদি কোনো ক্রিকেটারের মনে হয় ধকলটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে তিনি যেন আইপিএল খেলাটা বাদ দিয়ে দেন।

গত কয়েক বছর ধরেই আইপিএল ক্রিকেটারদের জন্য বাড়তি চাপ কি না, এ প্রশ্নটা উঠছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপ ছিল বলে আইপিএল শুরুর আগে ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের আইপিএলের কিছু ম্যাচে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গও আলোচনায় এসেছিল। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলগুলো আইপিলের মাঝপথেই গতবার তাদের কয়েকজন খেলোয়াড়কে ডেকে নিয়ে গেছে, যাতে বিশ্বকাপের আগে বাড়তি ধকল না পড়ে।

গত মৌসুমে আইপিএলের প্রথম ম্যাচের আগে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। ছবি: এএফপি
গত মৌসুমে আইপিএলের প্রথম ম্যাচের আগে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। ছবি: এএফপি

দিন যত যাচ্ছে, ক্রিকেট ম্যাচের সংখ্যা তত বাড়ছে। আইসিসিও প্রতিনিয়ত সুযোগ খুঁজে যাচ্ছে নতুন কোনো টুর্নামেন্ট নিয়ে আসার। ক্রিকেটারদের শারীরিক ধকলও তাতে বাড়ছে। সেটি মাথায় রেখেই দিল্লিতে এক অনুষ্ঠানে ক্রিকেটারদের উদ্দেশে কপিল বলেছেন, ‘যদি তোমার মনে হয় ধকলটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আইপিএল খেলো না। কারণ এটা তো আর তোমার দেশকে প্রতিনিধিত্ব করছে না! যদি ধকল বেশি মনে হয়, তাহলে অবশ্যই আইপিএলের সময়ে তোমার বিশ্রাম নেওয়া উচিত।’

দেশের হয়ে খেলা আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার পার্থক্যটাও তুলে ধরেছেন কপিল, ‘আইপিএল একজন ক্রিকেটারকে আলোচনায় নিয়ে আসে। এখান থেকে কে কেমন আয় করছে, সেই হিসেব আমি করতে চাই না। কিন্তু আমার মনে হয় আপনি যখন দেশের হয়ে খেলবেন, সেটা মনে একটা অন্যরকম অনুভূতি দিয়ে যাওয়া উচিত। এটা হতেই পারে না যে আপনি দেশের চেয়ে ক্লাব ক্রিকেটে খেলায় বেশি রোমাঞ্চ অনুভব করছেন!’

তবে ক্রিকেট খেলার দিনগুলোতে কপিলেরও নাকি মাঝে মাঝে ধকলটা বেশি মনে হতো। তাঁর ক্রিকেট মাঠ রাঙানোর দিনগুলোতে তো আর এমন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছিল না! আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সংখ্যাও তখন কম ছিল। তবু কপিলের ধকলটা বেশি মনে হতো অন্য কারণে। ভারতীয় কিংবদন্তির ব্যাখ্যা, ‘আমারও এমন অনেকবার (ধকল বেশি হয়ে যাচ্ছে) মনে হয়েছে। যখন সিরিজের পর সিরিজ খুব একটা সাফল্য ছাড়াই বোলিং করে যেতাম, তখন। খুব একটা রান বা উইকেট না পেলেও তখন কিন্তু মানসিকভাবে ধকলটা অনুভূত হয়।’