'বার্সেলোনা এখন ভাঁড়দের ক্লাব'

ক্লাবের অস্থিরতা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে শুরু করেছে। ছবি: এএফপি
ক্লাবের অস্থিরতা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে শুরু করেছে। ছবি: এএফপি

ভয়ংকর এক সপ্তাহ কাটাল বার্সেলোনা। সপ্তাহের শুরুতেই খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া পরিচালক ও সাবেক খেলোয়াড় এরিক আবিদাল। ইনস্টাগ্রামে এর কড়া জবাব দিয়েছেন লিওনেল মেসি। এ নিয়ে গোলযোগ মেটাতে বোর্ড সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউকে বেশ বড় একটা সময় ব্যয় করতে হয়েছে এ সপ্তাহে। এর মাঝেই কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে হেরে গেছে বার্সেলোনা।

কাতালান ক্লাবের এমন অবস্থা সাবেক খেলোয়াড়দের শঙ্কিত করে তুলেছে। মেসিদের সঙ্গে ক্লাবের আচরণ নিয়ে অনেকের মধ্যেই বিরক্তির উদ্রেক করেছে। এঁদের একজন ক্রিস্টফ ডুগারি। সাবেক ফ্রেঞ্চ স্ট্রাইকার ১৯৯৭-৯৮ মৌসুমে কাতালান ক্লাবের জার্সি গায়ে পরেছিলেন। ক্লাবের ওপর বিরক্ত হয়ে বলেছেন, বার্সেলোনা নাকি এখন আর স্বাভাবিক আচরণ করে না কোনো কিছুতেই।

আরএমসি স্পোর্টসে নিজের সাপ্তাহিক অনুষ্ঠানে এসে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাবেক ক্লাবের কর্মকর্তাদের, ‘এটা ভাঁড়দের ক্লাব। এখানে সবকিছু উল্টো চলছে। তারা কুতিনহো এবং ডেম্বেলেকে কিনেছে। আবার তাদের এখন বিক্রি করেও দিচ্ছে। আমার ধারণা ওদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনাই নেই।’

দলবদলে বার্সেলোনার সিদ্ধান্তহীনতা এবং ক্লাবের নিজস্ব খেলার ধরন থেকে সরে আসা ডুগারিকে খেপিয়ে তুলেছে, ‘প্রতি দলবদলেই কোনো না কোনো সমস্যা হচ্ছে। জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তার বিকল্প খুঁজে বের করা কঠিন। জাভি ও ইনিয়েস্তার বিদায় ক্লাবকে অনেক অর্থ খরচে বাধ্য করেছে, যার দরকার ছিল না। ওই দুজন যা দিত এখন পর্যন্ত তেমন মানসম্পন্ন কোনো খেলোয়াড় তারা পায়নি।’

ডুগারির ধারণা ক্লাবের এ দুরবস্থার পেছনে বর্তমান বোর্ডই দায়ী, কারণ এ বোর্ডের কারও মান ভালো না, ‘বার্সেলোনার অনেক সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হলো তারা সবার সামনে নিজেদের যে ছবি দেখাচ্ছে। এখানে রুচিহীন ও মানহীন লোক অনেক বেড়েছে, এত বড় ক্লাবের সঙ্গে যা যায় না। সত্যি এ ক্লাব এখন আর জাতের নেই।’