পিসিবির কাছে ইউনিসের পাওনা ৪-৬ কোটি রুপি
>পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাওনার কথা মনে করিয়ে দিলেন ইউনিস খান
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে বেশ বড় অঙ্কের টাকা পাওয়ার দাবি করলেন ইউনিস খান। তবে সাবেক এ অধিনায়ক জানিয়েছেন, টাকা পাওয়ার বিষয়টি ‘কখনোই ইস্যু ছিল না তাঁর কাছে’। বরং পিসিবির সঙ্গে যোগ দিয়ে দেশের ক্রিকেটের উন্নতিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ এ রান সংগ্রাহক।
পাকিস্তানের সংবাদমাধ্যমকে ইউনিস বলেন, ‘আমি পিসিবির কাছে ৪ থেকে ৬ কোটি রুপি পাওনা। কিন্তু আমি কখনো টাকা চাইনি। টাকা কখনো ইস্যু ছিল না। কী পাবেন, তা সৃষ্টিকর্তাই ঠিক করে দেন। তাই কখনো টাকার পেছনে দৌড়ানো ঠিক নয়। আমি কখনো টাকার পেছনে ছুটিনি।’
এরপর পিসিবির সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন ইউনিস, ‘সব সময় পিসিবির সঙ্গে কাজ করতে চেয়েছি। আমি সেসব খেলোয়াড়ের একজন, যে অবসর নেওয়ার পর থেকে বসে আছে। খুব কম খেলোয়াড়ই এমন করে। পাকিস্তান ও পিসিবিকে আমি এখনো ১৭-১৮ বছর সেবা দিতে পারব।’
পাকিস্তানের হয়ে ১১৮ টেস্টে ১০,০৯৯ রান করেছেন ইউনিস। একমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে ১১টি টেস্ট আয়োজক দেশে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ক্রিকেটার হওয়ায় এ খেলাতেই দেশকে সাহায্য করতে চান ৪২ বছর বয়সী সাবেক এ ব্যাটসম্যান। এ নিয়ে আক্ষেপও ঝরল ইউনিসের কণ্ঠে, ‘আমরা বোর্ডে আসতে পারি না। জানি না, কেন পারি না। হয়তো পিসিবি পাল্টায়নি কিংবা আমি। ব্যক্তিগত রোষ থেকে পাকিস্তানে কেউ ইউনিস খানের সঙ্গে কাজ করতে চাইবে না, তা মনে করি না। আমি নিজে ইউনিসের বড় সমালোচক হলেও তার সঙ্গে কাজ করতাম।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা মিসবাহ-উল-হকের খেলোয়াড় নির্বাচন নীতির সমালোচনা করছেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মিসবাহর ঘোষিত দল পছন্দ হয়নি দেশটির বেশ কিছু সাবেক ক্রিকেটারের। কিন্তু পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহর প্রশংসাই করেছেন ইউনিস, ‘পাকিস্তানে নতুন কিছু শুরু করতে গেলে একটু ধাক্কা লাগবেই। আশা করি, ফলটা ভালো হবে। পাকিস্তান দল ধীরে ধীরে পথে ফিরছে। মিসবাহ, পিসিবি ও ইমরান খানকে আরও সময় দেওয়া হোক, অনেক কিছুই পাল্টে যাবে।’